ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন জার্মানির আলেকজান্দার জেরেভ এবং গ্রিসের স্তেফানো সিসিপাস। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ষষ্ঠ বাছাই জেরেভ ৬-৪, ৬-১, ৬-১ গেমে হারিয়ে দিলেন স্পেনের আলেহেন্দ্রো দাভিদোভিচ ফোকিনাকে। সেমিফাইনালে জেরেভ খেলবেন পঞ্চম বাছাই গ্রিসের সিসিপাসের সঙ্গে। কোয়ার্টার ফাইনালে সিসিপাস ৬-৩, ৭-৬ (৭-৩), ৭-৫ গেমে হারালেন দুই নম্বর বাছাই রাশিয়ার ড্যানিয়েল মেদভেদভকে। বুধবার বাকি দুই কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদাল কোর্টে নামবেন। যদি দুজনেই জেতেন তাহলে সেমিফাইনালে দেখা হবে নাদাল এবং জকোভিচের।
মেয়েদের সেমিফাইনালে উঠলেন রাশিয়ার আনাস্তিয়া পাভলিচুঙ্কা এবং স্লোভেকিয়ার তামারা জিদানসেক। কোয়ার্টার ফাইনালে আনাস্তিয়া ৬-৭ (২-৭), ৬-২, ৯-৭ গেমে হারালেন তাঁর ডাবলস পার্টনার কাজাখস্থানের এলেনা রিবাকিনাকে। এই রিবাকিনাই হারিয়ে দিয়েছিলেন সেরেনা উইলিয়ামসকে। কিন্তু শেষ আটে নিজের পার্টনারের সঙ্গে লড়াইয়ে প্রথম সেট জিতেও শেষ রক্ষা করতে পারলেন না। সেমিফাইনালে পাভলিচুঙ্কা খেলবেন স্লোভেকিয়ার তামারা জিদানশেকের সঙ্গে। মঙ্গলবার তামারা ৭-৫, ৪-৬, ৮-৬ গেমে হারালেন স্পেনের পলা বাদোসাকে।
বুধবার মেয়েদের তৃতীয় কোয়ার্টার ফাইনালে জিতলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা। তেত্রিশতম বাছাই বারবোরা ৭-৬ (৮-৬), ৬-৩ গেমে হারালেন চব্বিশতম বাছাই আমেরিকার সপ্তদশী কোকো গফকে। সেমিফাইনালে বারবোরা খেলবেন মারিয়া সাকারির সঙ্গে। গ্রিসের সাকারি সেমিফাইনালে হারিয়ে দিলেন গত বারের চ্যাম্পিয়ন ইগা শিয়নটেককে। সাকারি জিতলেন ৬-৪, ৬-৪ গেমে।