পরিচালক ইন্দ্রাশিষ আচার্যের ছবি ‘দ্য পার্সেল’ নতুন করে মুক্তি পেতে চলেছে ‘হইচই’ ওয়েব প্লাটফর্মে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও শাশ্বত চট্টোপাধ্যায়।২০২০ সালের মার্চ মাসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কিন্তু করো না অতিমারির প্রকোপ বাড়তে থাকায় তা বেশিদিন চলেনি। কাজেই সে সময় ছবি মুক্তি পেলেও প্রচারের অভাবে দর্শকরা ঠিকমতো জানতে পারেনি। আগামী ১১ জুন হইচই তে আবার মুক্তি পেতে চলেছে ‘দা পার্সেল’। প্রসঙ্গত, ২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির পরিচালক পুরস্কৃত হন।