শাঁখা-পলা আছে। আবার বিকিনিও আছে। দুটোর মধ্যে কোন বিরোধ নেই। কিন্তু ভদ্র মহিলার নাম বিপাশা বসু বলেই তোলপাড় নেট দুনিয়া।বলিউডের মোস্ট হট বাঙালি হিরোইন হাতে শাঁখা-পলা-নোয়া আর শরীরে নামমাত্র পোশাক নিয়ে মালদ্বীপের সমুদ্রসৈকতে জলকেলিতে ব্যস্ত। এমনই কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী তার ইনস্টাগ্রামে। সম্প্রতি তিনি স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন। লাস্যময়ী এই নায়িকার ছবি কখনো পিঙ্ক বিকিনিতে অথবা নেট স্প্রিং বিকিনিতে দেখা যাচ্ছে। স্বামীর সঙ্গে বিপাশার সম্পর্কটা যে বেশ মাখোমাখো তা বোঝানোর জন্য ফ্লোরাল প্রিন্ট বিকিনিতে তার সঙ্গেও সমুদ্রসৈকতে অন্তরঙ্গ ছবি দিতে ভোলেননি বিপাশা। সমুদ্রের নীল জলরাশির মধ্যে আকাশ নীল ও হট পিঙ্ক বিকিনিতে তার শরীরী আবেদন অত্যন্ত আকর্ষণীয় লেগেছে তার ভক্তদের। বয়ে গেছে কমেন্টের বন্যা। সম্প্রতি স্বামী করণ সিং গ্রোভার এর সঙ্গে মালদ্বীপে ছুটি কাটিয়ে এসে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের রাতের ঘুম কেড়েছেন।