পাঁচ বারের বিশ্ব কাপ চ্যাম্পিয়ন ব্রাজিল শনিবার সকাল ছটায় প্রাক বিশ্ব কাপ ম্যাচ খেলতে নামছে ইকোয়েডরের বিরুদ্ধে। এবারের প্রাক বিশ্ব কাপ পর্বে ব্রাজিল খুবই ভাল জায়গায় আছে। তারা চারটে ম্যাচ খেলেছে। জিতেছে চারটেতেই। বলিভিয়াকে নেমাররা হারিয়েছে ৫-০ গোলে। পেরুর বিরুদ্ধে তারা জিতেছে ৪-২ গোলে। ভেনেজুয়েলার বিরুদ্ধে ১-০ গোলে জেতার পর উরুগুয়েকে হারিয়েছে ২-০ গোলে। তাইপোর্তো আ্যালেগ্রেতে নিজেদের মাঠে ইকোয়েডরের বিরুদ্ধে তিতের টিমই ফেভারিট। যদিও ইকোয়েডরও খুব খারাপ খেলছে না। প্রথম ম্যাচে তারা আর্জেন্তিনার কাছে ০-১ গোলে হেরে গেলেও পরের তিনটি ম্যাচে হারিয়েছে উরুগুয়ে, বলিভিয়া এবং কলম্বিয়াকে।
ব্রাজিলের গোলে লিভারপুলের আলিসন বেকার বড় ভরসা। ব্রাজিলে খুব একটা বড় গোলকিপার দেখা যায় না। সেই বিচারে বেকার অবশ্যই ব্যাতিক্রম। সামনের দিকে নেমারের সঙ্গে রবের্তো ফিরমিনো এবং গ্যাব্রিয়েল জেসুস বিরাট ভরসা ব্রাজিলের। মাঝ মাঠে মার্কুইনোহোস এবং কাশেমিরো রয়েছেন খেলা তৈরি করার জন্য। গুস্তাভো আলফারোর ইকোয়েডরও বেশ প্রস্তুত। তাদের দলেও বেশ কয়েকজন ফুটবলার আছে যাদের ম্যাচ জেতাবার ক্ষমতা আছে। আ্যাঞ্জেল মিনা, মাইকেল এস্ট্রাডা, জেভিয়ার আরেগার গোল স্কোরিং এবিলিটি যথেষ্ট ভাল। তবে নিজেদের মাঠে ব্রাজিলকে হারাতে গেলে ইকোয়েডরকে নিজেদের ছাপিয়ে যেতে হবে। সেই সুযোগ কি তাদের ব্রাজিল দেবে?