করোনার জেরে তালাবন্ধ স্টুডিও পাড়া। তবে বাড়ি থেকে চলছে বাংলা মেগা সিরিয়ালের শুটিং। বাড়িতে থেকেই ধারাবাহিকের অভিনেতারা অভিনয় করছেন, জারি রয়েছে শুটিং। এর ফলে সিরিয়ালের গুণগতমান অনেকটাই পড়ে যাচ্ছে। আর তার প্রভাব পড়ছে টিআরপির তালিকায়। আজ বৃহস্পতিবার ২২ তম সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে; যেখানে প্রথম স্থান প্রত্যাশা মতোই ধরে রেখেছে ধারাবাহিক ‘মিঠাই’। সম্পর্কের টানাপোড়েনের জেরে জি বাংলার এই ধারাবাহিক জমে উঠেছে। তবে এ সপ্তাহে ‘মিঠাই’এর রেটিং বেশ কিছুটা কম ৯.৩। দ্বিতীয় স্থানে রয়েছে ‘অপরাজিতা অপু’র, রেটিং কমে দাঁড়িয়েছে ৭.৭। এ সপ্তাহের টিআরপি তালিকায় বড় চমক ‘মহাপীঠ তারাপীঠ’। এই ভক্তিমূলক ধারাবাহিক রয়েছে তৃতীয় স্থানে। চ্যানেল টপার হওয়ার স্বীকৃতি পেয়েছে এই ধারাবাহিক। বাড়ি থেকে সিরিয়ালের শুটিং করতে গিয়ে টিআরপি কমার কোপে পড়ছে ধারাবাহিকগুলো। কাজেই ধারাবাহিকের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন অধীর অপেক্ষায় রয়েছেন কবে আবার লকডাউন উঠে স্বাভাবিক কাজকর্ম হবে।
[18:05, 10/06/2021] 678756: লকডাউনে টিআরপিতে কোপ