পুলিৎজার জিতলেন ভারতীয় বংশোদ্ভুত সাংবাদিক মেঘা রাজাগোপালন । তাঁর সঙ্গে এই পুরস্কার জিতেছেন আরও দু’জন। জেলগুলির দুর্দশা ,পরিকাঠামোগত অনুন্নয়ন, চিনের জিনজিয়াং প্রদেশে মুসলিমদের জন্য গোপনে কারাগার বানিয়ে তাঁদের নির্যাতন – মেঘার গবেষণার বিষয় ছিল এইগুলিই। স্রেফ খাতায় কলমে নয়, রীতিমতো প্রমান দাখিল করে প্রতিটি বিষয়ের উল্লেখ করেছেন তিনি। মার্কিন সাংবাদিকতার সর্বোচ্চ পুরষ্কার পুলিৎজার পেয়ে উচ্ছ্বসিত মেঘা জানালেন, তিনি কাজ চালিয়ে যাবেন। যাঁদের কথা তিনি লিখেছেন , তাঁদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। তা সত্ত্বেও এতটুকু না দমে , সাহস করে এগিয়ে এসেছেন তাঁরা। কথা বলেছেন। এরজন্য কৃতজ্ঞ তিনি।