বুধবার দুপুরে ওড়িশার বালেশ্বর এবং পশ্চিমবঙ্গের দিঘার মাঝামাঝি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ। সোমবার মৌসম ভবনের তরফে যশের অভিমুখ সম্পর্কে এই কথাই জানানো হয়েছে। আগামী বুধবার ২৬ মে যশ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়বে বলেই আশঙ্কা করছে আবহাওয়া দফতর। মৌসম ভবন জানিয়েছে, ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে যশ। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ওড়িশার পারাদ্বীপ থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, বালেশ্বর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে যশ। মৌসম ভবন থেকে পাওয়া শেষ বুলেটিন অনুযায়ী মঙ্গলবার রাতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে যশ। তারপর বুধবার সকালের মধ্যেই ভারত ভূখণ্ডের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। যতই ভূখণ্ডের দিকে এগোবে যশ, ততই তার গতিবেগ বাড়বে। প্রথমে হওয়ার গতিবেগ ঘন্টায় ৬০ কিলোমিটার থাকলেও পরে হাওয়ার গতিবেগ ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার দুপুরে ওড়িশার বালেশ্বর অতিক্রম করবে এই ঘূর্ণিঝড় বলেই জানিয়েছে মৌসম ভবন। পশ্চিমবঙ্গের ঝড়ের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টিপাত। রাজ্যের উপকূলবর্তী জেলা দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও মৌসম ভবনের পূর্বাভাসে জানানো হয়েছে।