Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
বিশ্ব সাইক্লিং ডে: অন্য কলকাতাকে দেখার আশায়
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১, ০১:৪০:০৮ পিএম
  • / ৪৬৬ বার খবরটি পড়া হয়েছে

ওঁরা দল বেঁধে হয় মানিকতলায়, কিংবা সল্ট লেকে । নতুবা ভবানীপুর। নয় যাদবপুর । মাথায় কারোর রেসিং গার্ড । মুখে মাস্ক। সকাল থেকে সন্ধ্যা – ওঁরা কলকাতার বিভিন্ন প্রান্তে। ৩ জুন বলে কথা! বিশ্ব সাইক্লিং ডে ।

শহর তিলোত্তমার বুকে নানান বয়সের মানুষ বড় রাস্তায়, মার্কেট প্লেসে সাইকেল চালিয়ে পৌঁছে গিয়েছিলেন। দাঁড়িয়েছে। বুঝিয়েছেন । মাস্ক বিলি করয়েছেন।

অভিনব এই প্রয়াস সারলো যে সংস্থা তাদের নাম: স্যুইচঅন ফাউন্ডেশন। ওঁরা সাইকেলের ব্যবহার আরও বাড়াতে চায়। কারণ?

সাইকেল দূষণ ছড়ায় না। শরীর সুস্থ রাখে। প্রকৃতি সবুজ করে রেখে এখন থেকে ওখানে চলে যাও। গাছ কেটে সাইকেলের জন্য রাস্তা বানাতে হয়না।

কলকাতা আর সাইক্লিং – এর ইতিহাসও বেশ চটকদার।
২০০৮ সালে কলকাতা পুলিশ সাইক্লিং নিষেধাজ্ঞা চালু করে প্রথমবার। প্রায় ৩৬ টি রাস্তায় জারি করেছিল তা, যা ২০১৩ সালে বাড়িয়ে ১4৪ টি রাস্তায় করা হয়েছিল। এই সব রাস্তায় সাইকেল চলা বারণ। এতে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। কলকাতা পুলিশ তাই বর্তমানে ৬২ টি সড়কে সাইকেল চালানোর বিধিনিষেধে নামিয়ে আনা হয়। এই সীমাবদ্ধতায় ৬২ টি বড় রাস্তায় এখনও অব্যাহত রয়েছে। আজও নাকি সাইক্লিংকে পরিবহণের একমাত্র মাধ্যম হিসাবে ব্যবহার করে হাজার হাজার মানুষের জীবন-জীবিকা চালায়।

কলকাতা পুলিশ সাইকেল নিয়ে এমন নিষেধাজ্ঞার পিছনে দুটি কারণ দেখায়। এক, এটি ট্রাফিকের গতি কমিয়ে দেয় এবং নিরাপদ যানবাহন চলাচলের পথে বড় বাধা হয়ে যায়।

অন্যদিকে, গত ৭ বছরে প্রায় ৯০ লাখ গাড়ি বুকিং হয়েছে। এটি যানবাহন চলাচলে বিপদের কারণ হতে বাধ্য। এরফলে রাস্তায় গাড়িগুলির বিরুদ্ধে আরও বিধিনিষেধ শক্ত রাখতে নানান কেস তৈরি করে– যা রাস্তায় আরও বেশি যানজট সৃষ্টি করে এবং ট্র্যাফিকের গতি কমিয়ে দেওয়ার পিছনে সম্ভাব্য কারণ হিসাবেও অন্যতম।

যানবাহন গণনা এবং গতি ম্যাপিং থেকে ঠিক মতন নজর দিলে বোঝা যায় যে সাইকেলটি ধীর গতি সম্পন্ন হলেও পরিবহন ব্যবস্থাকে নুতন দিশা দেখাতে পারে।

২০১৮ সালে, দিল্লি ভিত্তিক বিজ্ঞান ও পরিবেশ কেন্দ্রের দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনেও দেখা যায়, যে কলকাতা সরু রাস্তাঘাট, জঞ্জাল লেন নিয়ে গঠিত এবং তাই ট্রাফিকের গড় গতি প্রায় ১৪-১৮ কিমি / ঘন্টা বেগে রয়েছে।

কলকাতায় গবেষণাটি আবিষ্কার করে যে গড় সাইকেলের গতি ১৪ কিলোমিটার / ঘন্টা যা মোটামুটি মোটরসাইকেলের সাথে মিলে যায়। যদি আলাদা চক্র লেনগুলি তৈরি করা হয় তবে চক্রের গতি আরও নিরাপদ, পরিচ্ছন্ন এবং সবচেয়ে অর্থনৈতিক হওয়া ছাড়াও পরিবহণের সবচেয়ে কার্যকর মোড হতে পারে। এটি রাস্তায় যানজট হ্রাস করতে এবং আমাদের দ্রুত আধুনিক শহরগুলিতে টেকসই গতিশীলতা পরিকল্পনা এবং স্বাস্থ্যকর জীবনযাপন তৈরিতে সাহায্য করতে পারে।

সাইকেলগুলি কেবল পরিবহণের জন্য নিরাপদই নয়, পরিবেশের শূন্য দূষণ এবং দূষণ নির্গমন সহ পরিবেশগতভাবে খুব টেকসই এবং রাইডারের স্বাস্থ্যের উপর পজিটিভ প্রভাব ফেলে এবং শহরের বায়ু পরিষ্কার করতে সহায়তা করে। তবে, শহরের বর্তমান নিয়মকানুন সাইকেল চালানোর প্রতিকূল। নিরাপদ সাইক্লিংয়ের প্রয়োজনীয়তাগুলি কার্যকর করা প্রয়োজন। আধুনিক চেহারার শহরগুলি আজ ভারী যানবাহন দূষণকারীদের সাথে সাথে দমবন্ধ হয়ে উঠছে। শত শত এবং হাজারো নগরবাসীর পক্ষে এটি অস্বাস্থ্যকর হয়ে উঠছে, সাইকেল এবং ইলেকট্রিক্যাল পরিবহনের ভাবনা বৃহত পরিমাণে গ্রহণ কিন্তু COVID-19 এর পরবর্তী সবুজ পুনরুদ্ধারের জন্য একটি নতুন সুযোগ তৈরি করে দিয়েছে।

কলকাতা সরু রাস্তাঘাট, জঞ্জাল লেন নিয়ে
বেড়ে উঠেছে ।এবং তাই ট্রাফিকের গড় গতি প্রায় ১৪-১৮ কিমি / ঘন্টা বেগে রয়েছে। এই সংস্থার গবেষণাটি আবিষ্কার করে যে গড় সাইকেলের গতি ১৪ কিলোমিটার / ঘন্টা যা মোটামুটি মোটরসাইকেলের সাথে মিলে যায়। যদি পৃথক সাইকেল লেন তৈরি করা হয় তবে অর্থনৈতিকভাবে সাইকেলের গতি আরও নিরাপদ, পরিচ্ছন্ন পরিবহণের সবচেয়ে কার্যকর মোড হতে পারে।

আর কভিডের অতিমারির মাঝে ধরা পড়ছে সাইক্লিং কেবল পরিবহণের জন্য নিরাপদ মোড নয় , পাশাপাশি শূন্য দূষণ এবং দূষণ নির্গমন সহ পরিবেশগতভাবে খুব টেকসই এবং রাইডারের স্বাস্থ্যের উপর পজিটিভ প্রভাব দেখায় এবং শহরের বায়ু পরিষ্কার করতে সহায়তা করে। তবে, শহরের বর্তমান নীতিগুলি সাইকেল রাস্তায় ব্যবহারের প্রতিকূল।

মহানগর শহরগুলি আজ ভারী যানবাহন দূষণকারীদের জন্য দমবন্ধ হয়ে উঠছে তা অসংখ্য নগরবাসীর পক্ষে এটি অস্বাস্থ্যকর হয়ে উঠছে। সাইকেল এবং ইলেকট্রিক্যাল পরিবহনকে সাদরে গ্রহণ করলে এই COVID-19 এর পরবর্তী সবুজ পুনরুদ্ধারের জন্য একটি নতুন সুযোগ তৈরি করে দিতে পারে।

স্যুইচঅন ফাউন্ডেশনের বিনয় জাজু তাই বলেছিলেন, “আমাদের গবেষণায় দেখা গেছে যে কলকাতায় সাইকেলের নিষেধাজ্ঞাগুলি তুলে নিলে সাইক্লিং কলকাতার গতিশীল পরিকল্পনার কেন্দ্র হয়ে উঠতে পারে। কারণ এগুলি ভ্রমণের একটি পরিষ্কার, টেকসই, অর্থনৈতিক, দক্ষ এবং স্বাস্থ্যকর উপায়। কলকাতাকে অবশ্যই বিশ্বের সকল মেগাসিটির মতো রাস্তায় সাইকেল ব্যবহার করার মানসিকতা গ্রহণ করতে হবে। এটি নিয়ে প্রচার করতে হবে এবং নিরাপদ সাইক্লিং পরিকাঠামো তৈরি করতে হবে। ”

স্যুইচঅন ফাউন্ডেশনের সদস্য অভিষেক চ্যাটার্জি ও শ্রেয়া কর্মকার শোনালেন অন্য কথা । “২০০৮ থেকে ২০২০ পর্যন্ত পাওয়া সড়ক ট্র্যাফিক দুর্ঘটনার তথ্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মোটর গাড়ি রাস্তায় বাধা সৃষ্টি করছে।আসলে, সরকারী রেকর্ড অনুসারে সাইকেলের উপর নগদ জরিমানা নিয়ম চালু আছে। সুতরাং, লন্ডনের মতো অন্যান্য দ্রুতগতিতে চলা শহরে যেমন করা হয়েছে, তেমন গাড়িগুলিতে আরও বিধিনিষেধ আরোপ করা উচিত। ”

অনেকের মতে এইসব সরকারি নিষেধাজ্ঞায় গৃহকর্মী, দুধওয়ালা, খবরের কাগজ সরবরাহকারী পুরুষ, কারখানার শ্রমিক এবং অন্যান্য যারা সাইকেলকে পরিবহণের একমাত্র মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারছেন না। আর তা না পারায় তাদের উপর আর্থিক এবং শারীরিক প্রভাব ফেলছে।
সল্ট লেক অঞ্চলে আলাদা সাইকেল লেন আর অ্যাপ ব্যবহার করে ভাড়ায় সাইকেলও পাওয়ার ব্যাবস্থা চালু হয়ে গেছে বেশ কিছু দিন আগে। এবার শহর কলকাতার পালা।
ছবি: নিজস্ব চিত্র।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

2020 Delhi Riots : বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
ঈদে রীনার সঙ্গে সেলফি কিরণের,এন্ট্রি নেই গৌরীর ! আমির কোথায়!
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
ঝুঁকিতে কলকাতা, ভূমিকম্পের তছনছ হতে পারে গোটা শহর!
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
টিকল না বিরোধীদের আপত্তি, বুধবারই সংসদে পেশ হবে ওয়াকফ বিল
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
গুজরাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৮, বাড়তে পারে সংখ্যা
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
৮৯ বছর বয়সে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার সঙ্গে নেই নিজের কেউ !
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
আওরঙ্গজেবপুর হল শিবাজীনগর! ফের ১১ স্থানের নাম বদল বিজেপির
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
প্রয়াগরাজে বুলডোজ মামলা: সুপ্রিম ভর্ৎসনা, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
দর্শক টানছে না ‘সিকন্দার’, ঈদের দিনে বুলেটপ্রুফ গ্লাসের ওপারে ভাইজান!
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
বিমসটেক বৈঠকে যোগ দিতে এবার ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার রওনা
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
নদীতে হাঁটু সমান জল, হাত দিলে উঠে আসছে কার্তুজ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
“কথা না শুনলে শাস্তি পাবে,” রাশিয়াকে কেন একথা বললেন ট্রাম্প?
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
ঘিবলি আর্টে মজলেন অমিতাভ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
পাথরপ্রতিমা বিস্ফোরণ নিয়ে এবার কী বললেন দিলীপ ঘোষ?
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
মা-মেয়েকে নিয়ে গল্প বলবে ‘পুরাতন’? প্রকাশ্যে ট্রেলার
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team