বিরল প্রজাতির লরিস ম্যাকাও ও টার্কি উদ্ধার। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার মুরারিশাহ এলাকায়। বুধবার গভীর রাতেই এলাকায় একটি পরিত্যক্ত জায়গা থেকে মেলে ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের লরিস প্রজাতির প্রাণী। পাশাপাশি সেখান থেকে টার্কি ও ম্যাকাও উদ্ধার করে হাসনাবাদ থানার পুলিশ। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, এখানকার পরিত্যক্ত জায়গায় কে বা কারা খাঁচা বন্দি অবস্থায় ১ টি লরিস, ৮ টি ম্যাকাও ও ৩টি টার্কি রেখে গেছে। পুলিশের অনুমা, এগুলো ইন্দোনেশিয়া ফিলিপিনস বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছে সীমান্ত পেরিয়ে। এই বিরল প্রজাতির প্রাণী গুলির বাজারমূল্য লক্ষাধিক টাকা। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক ভাবে হাসনাবাদ থানার পুলিশ। প্রশাসন বৃহস্পতিবার বন দফতরে খবর দিয়েছে, তাদের হাতে প্রাণী গুলিকে তুলে দেওয়া হবে। বাংলাদেশ হয়ে এদেশে আনা হয় এই প্রাণী গুলিকে। কিন্তু লকডাউন হয়ে যাওয়ায় পরিবহন ব্যবস্থা বন্ধ। যার জন্য এই প্রাণী গুলিকে পাচার করা যায়নি। তাই পাচারকারীরা ওই স্থানে প্রাণী গুলিকে রেখে পালিয়েছে। এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পাচারকারীরা সঙ্গে যুক্ত আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। পাচারকারীদের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।