Placeholder canvas
কলকাতা রবিবার, ০৫ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
প্লাতিনিকে ছাপিয়ে গেলেন রোনাল্ডো, হাঙ্গারিকে উড়িয়ে দিল পর্তুগাল
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১, ১১:৫৩:২৮ এম
  • / ৩৪৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

পর্তুগাল–৩    হাঙ্গারি–০

(রাফায়েল গেরেইরো, রোনাল্ডো-২)

চুরাশি মিনিট পর্যন্ত যে ম্যাচটা গোল শূণ্য ছিল সেটাই যে খেলার শেষে পর্তুগালের দিকে এভাবে ঢলে পড়বে তা কেউ ভাবেনি। বুদাপেস্টের পুসকাস এরিনায় সাতষট্টি হাজার দর্শকের সামনে হাঙ্গারির সব লড়াই শেষ হয়ে গেল মাত্র আট মিনিটে। একেই বলে চ্যাম্পিয়নের খেলা। গত ইউরোর চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবার দুর্দান্ত শুরু করল। সৌজন্য সি আর সেভেনের জোড়া গোল। আর কদিন পরেই ৩৭ বছরে পৌছবেন পর্তুগিজ অধিনায়ক। কিন্তু গোল করার কী দুরন্ত আকাঙ্খা। সারা ম্যাচ গোলের জন্য হন্যে হয়ে ঘুরেও গোল পেলেন একেবারে শেষ দিকে। ৮৭মিনিটে পেনাল্টি থেকে। কিন্তু তাতে কি মন ভরে। অতএব জেতা নিশ্চিত হয়ে গেলেও নিজের গোলের জন্য ছোঁকছোঁকানি কমল কোথায়? অবশেষে ৯২ মিনিটে গোলকিপারকে কাটিয়ে গোল করে তবে স্বস্তি। এবং এর ফলে ইউরোর ফাইনাল রাউন্ডে মিশেল প্লাতিনির নয় গোলকে ছাপিয়ে গেলেন রোনাল্ডো। প্লাতিনির ছিল নয় গোল। রোনাল্ডোর হয়ে গেল এগারো। এই ইউরোতেই সেই সংখ্যাটা আরও বাড়বে। আর এই পারফরম্যান্সের পর রোনাল্ডো ছাড়া কাকেই বা ম্যাচের সেরা বাছা সম্ভব? এবং সেরার পুরস্কার পেয়ে রোনাল্ডো স্পর্শ করলেন আন্দ্রে ইনিয়েস্তার রেকর্ড। স্প্যানিশ কিংবদন্তীর মতো রোনাল্ডোরও ম্যাচের সেরার পুরস্কারের সংখ্যা এখন ছয়।

এবারের ইউরোতে উয়েফা দর্শকদের প্রবেশাধিকার দিয়েছে। কিন্তু সেটা খুব বেশি হলে পনেরো হাজার। কিন্তু এদিন পুসকাস এরিনায় গ্যালারি পূর্ণ। সা-ত-ষ-ট্টি হাজার দর্শক মাঠে। করোনার আবহে যা অভাবনীয়।

গত ইউরোতেও পর্তুগাল এবং হাঙ্গারি এক গ্রূপেই ছিল। সেই ম্যাচেও জোড়া গোল ছিল রোনাল্ডোর। কিন্তু ম্যাচের ফল ছিল ৩-৩। এদিন নিজেদের মাঠে হাঙ্গারি ডিফেন্স সামলে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছে। পর্তুগাল রোনাল্ডোকে সামনে রেখে নিজেদের ছক সাজিয়েছিল। তাঁর পিছনে ছিলেন বার্নাদো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজ এবং দিয়েগো জোটা। এদের চেষ্টায় গোলের সুযোগও অনেকগুলো তৈরি হয়েছিল। কিন্তু তার থেকে গোল হয়নি দুটো কারণে। এক হাঙ্গারি গোলকিপার পিটার গুলাচির অনবদ্য কয়েকটি সেভের জন্য। এবং দুই, গোল করার জায়গায় চলে গেয়েও রোনাল্ডোদের লক্ষ্যভ্রষ্ট হওয়া। বিরতির আগে তো আট গজের মধ্যে বল পেয়েও রোনাল্ডো হারাতে পারেননি গুলাচিকে। পা দিয়ে বাঁচিয়ে দেন হাঙ্গারি গোলকিপার। এর পর ডান দিক থেকে ভেসে আসা বলে হেড করেও গোলে রাখতে পারেননি রোনাল্ডো। তার আগে ব্রূনো ফার্নান্ডেজের শট বাঁচিয়ে দেন গুলাচি।

দ্বিতীয়ার্দ্ধে হাঙ্গারি ডিফেন্সিভ খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। কিন্তু পেপের নেতৃত্বে পর্তুগিজ ডিফেন্স তাদের কোনও জায়গাই দেয়নি। তবু পেনাল্টি বক্সের বাইরে থেকে যে সব শট আসছিল তা প্রতিহত হচ্ছিল পর্তুগিজ গোলকিপার রুই প্যাট্রিসিয়ার হাতে। ম্যাচের টার্নিং পয়েন্ট অবশ্য বার্নাদো সিলভার জায়গায় রাফা সিলভার নামা। বেনফিকার এই আ্যাটাকিং মিডফিল্ডার নামার পরেই ঝাঁঝ বাড়ে তাদের আক্রমণের। গোল পাওয়ার জন্য রোনাল্ডোও বাঁ দিক থেকে সরে ঢুকে পড়েন ভেতরে। রাফা সিলভার সঙ্গে নামানো হয় রেনাতো স্যাঞ্চেসকেও। এই জোড়া ফলায় কাত হাঙ্গারি। ৮৪ মিনিটে রাফা সিলভার বাড়ানো বল থেকে গোল করলেন রাফায়েল গোরেইরো। তিন মিনিট পরেই রাফা সিলভাকে বক্সে ল্যাং মেরে ফেলে দেন আটলা সালাই। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি রোনাল্ডো। কিন্তু তাতেও মন ভরেনি ক্যাপ্টেনের। ৯২ মিনিটে রাফার সঙ্গে ওয়াল পাস খেলেই সামনে গোলকিপারকে পেয়ে যান রোনাল্ডো। কিন্তু তাকেও কাটিয়ে গোল করেন সি আর সেভেন।

এফ গ্রূপকে বলা হচ্ছে গ্রূপ অব ডেথ। এই গ্রূপে আছে ফ্রান্স এবং জার্মানিও। প্রথম ম্যাচে পর্তুগাল যে ফর্ম দেখাল তাতে তাদের গ্রূপের গণ্ডি পেরনো শুধু সময়ের অপেক্ষা। আর সেই ২০০৪ থেকে ইউরো খেলছেন রোনাল্ডো। এটা তাঁর পঞ্চম ইউরো। কিন্তু এখনও কী গোলক্ষুধা! মঙ্গলবারের জোড়া গোলের পর আন্তর্জাতিক ম্যাচে তাঁর গোল হয়ে গেল ১০৬। ইরানের আলি দায়ি (১০৯) থেকে আর মাত্র তিন গোল দূরে। এই ইউরোতেই, মনে হচ্ছে, আলি দায়ির রেকর্ড অতীত হয়ে যাবে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
রবিবার, ৫ মে, ২০২৪
জেনে নিন রবিবাসরীয় রাশিফল
রবিবার, ৫ মে, ২০২৪
শুভেন্দু-অভিজিতের নামে তমলুক থানায় এফআইআর দায়ের
শনিবার, ৪ মে, ২০২৪
ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরাই! আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি
শনিবার, ৪ মে, ২০২৪
গলার স্বর বিকৃত করা হয়েছে, সিবিআই তদন্ত চান গধাধর
শনিবার, ৪ মে, ২০২৪
দুহাজার টাকার বিনিময়ে বিজেপি ধর্ষণের মিথ্যে অভিযোগ লিখিয়েছে, কী লজ্জা
শনিবার, ৪ মে, ২০২৪
কলকাতা পুলিশের তলবে সাড়া দিলনা রাজভবন
শনিবার, ৪ মে, ২০২৪
ভিডিও সাজানো, আইপ্যাকের কাজ, দাবি শুভেন্দুর
শনিবার, ৪ মে, ২০২৪
চুম্বনের আগে মাথায় রাখুন এই বিষয়গুলি
শনিবার, ৪ মে, ২০২৪
বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করার আহ্বান বুদ্ধদেবের
শনিবার, ৪ মে, ২০২৪
মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে উদ্ধার প্রচুর বোমা
শনিবার, ৪ মে, ২০২৪
বিদায়… ইন্ডাস্ট্রি ছাড়ছেন রূপঙ্কর!
শনিবার, ৪ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team