পড়েছিলেন ইঞ্জিনিয়ারিং। হয়ে গেলেন অভিনেত্রী।
বলিউডের তিন অভিনেত্রী তাপসী পান্নু, কৃতি শ্যানন, অনুষ্কা শেঠি। একসময় দক্ষিণের সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী তাপসী এখন বলিউডের খুবই পরিচিত মুখ। দিল্লিতে জন্মগ্রহণ করলেও স্কুল জীবন কাটার পর গুরু তেজ বাহাদুর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তাপসী। পড়াশোনা শেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেছিলেন। তারপর অবশ্য মডেলিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ২০১০ সালে দক্ষিণী ভাষার ছবি দিয়ে তাঁর বড় পর্দায় অভিষেক ঘটে। এর পর বেশ কিছু ব্যবসাসফল ছবি উপহার দেন। তারপর বলিউডে সুজিত সরকারের ‘পিঙ্ক’ ছবি দিয়ে তাঁর অভিষেক হয়। এখন তিনি বলিউডের একজন সফল অভিনেত্রী। হিন্দি ছবি আর একজন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। দিল্লি শহরে তাঁর স্কুলজীবন কাটলেও পরে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হন। যদিও পরে ইঞ্জিনিয়ারিং পেশা গ্রহণ করেননি। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন কৃতি। ২০১৪ সালে তেলুগু ছবি দিয়ে শুরু করলেও বলিউডে আত্মপ্রকাশ ঘটে ‘হিরোপন্তি’ ছবি দিয়ে। পারিবারিক নাম সুইটি হলেও রুপোলি পর্দায় তিনি অনুষ্কা শেঠি হিসেবেই পরিচিত। বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন অনুষ্কা। পরে বেঙ্গালুরুর মাউন্ট কার্মেল কলেজ থেকে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েও এ পেশায় যাননি আনুশকা । তেলুগু ভাষার ছবি দিয়ে শুরু করে, এখন তিনি ‘বাহুবলী’ খ্যাত।