বাংলাদেশের তরুণ চিত্র নির্মাতা রায়হান রাফি তৈরি করেছেন রাতের ঢাকার অন্ধকারময় জগৎ নিয়ে একটি ছবি। ছবিটির নাম ‘দ্যা ডার্ক সাইড অফ ঢাকা’। ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছিল কিছুদিন আগে। দু মিনিটের ট্রেলারে শোনা যাচ্ছে অশ্রাব্য সংলাপ এবং গালাগালি। কিন্তু তা সত্বেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে এটি। ঢাকা শহরের অন্ধকারময় জগত নিয়ে তৈরি এই ছবিটি সম্প্রতি শুরু হয়েছে ‘আই থিয়েটার’ প্লাটফর্মে। পরিচালক রাফি বলেন দিনের বেলা যারা ঢাকা শহর দেখেছেন অর্থাৎ ব্যস্ততা,হইচই, মানুষের ভিড়,ফুটপাতে হকার,জ্যাম,হর্ণ আরো কত কি! কিন্তু রাতের এই শহরের সম্পূর্ণ বিপরীত চরিত্র। এই বৈপরীত্যই ছবিতে ধরা পড়েছে। রাতের শহর সম্পূর্ণভাবে চলে যায় অপরাধীদের হাতে। সে অপরাধ জগত সম্পর্কে কিছুটা আমরা জানতে পারি; আর বেশির ভাগটাই না-জানা থাকা থেকে যায়। দ্য ডার্ক সাইড অফ ঢাকায় আমরা তেমনি কিছু ছোট ছোট গল্প দেখব যা থেকে বোঝা যাবে রাতের ঢাকার আসল ছবি। ছোট ছোট পাঁচটি গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। এর মধ্যে একটি গল্পে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মনোজ প্রামাণিক। বাকি চারটিতে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু,তমা মির্জা, শরাফ আহমেদ জীবন,খায়রুল বাশার,সামিয়া অথৈ প্রমূখ