মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার চিকিৎসাধীন রয়েছেন। তার ফুসফুসে জল জমেছে। এই খবর জানিয়ে সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিকের খবরে প্রকাশ আপাতত তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন এখনই তাকে আইসিইউতে রাখার প্রয়োজন নেই। হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞ ডাক্তার জালিল পার্কার জানিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে তিন-চার দিনের মধ্যেই ৯৮ বছরের অভিনেতা বাড়ি ফিরে যেতে পারেন। প্রসঙ্গত,শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে গত রবিবার অর্থাৎ ৬ জুন সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে, যা করোনা রোগীদের জন্য নির্দিষ্ট নয়, সেখানে ভর্তি করানো হয় বলিউডের এই অভিনেতাকে। শ্বাসকষ্টের কারণ জানতে রক্ত পরীক্ষার সঙ্গে অন্যান্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। এদিনই সংবাদমাধ্যমে দিলীপ পত্নী অভিনেত্রী সায়রা বানু জানান বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন দিলীপ কুমার। এর আগেও বেশ কয়েকবার ফুসফুসের সংক্রমণের কারণে দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।