টোকিও অলিম্পিকের জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের ( আই ও এ ) বিজ্ঞপ্তি প্রকাশ পেল। টোকিও গেমসের জন্য নির্বাচিত খেলোয়াড় এবং অফিসারদের প্রত্যেককে ইতিমধ্যেই প্রথম কোভিড টিকা দেওয়া হয়ে গেছে। গেমসের জন্য সকলে টোকিও যাওয়ার আগেই দ্বিতীয় ডোজের টিকা পেয়ে যাবে। ২৩ জুলাই থেকে এই বিশ্ব গেমস শুরু হবে।
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ( আই ও সি) যদিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য টিকা বাধ্যতামূলক করেনি। সংস্থার সভাপতি থমাস বাচ জানিয়েছেন, তিনি আশাবাদী – গেমস ভিলেজে সকলে এসে গেলে ৮০% টিকা দেওয়া হয়ে যাবে শুরুর আগে।
ভারতের প্রায় ৯০ জন অ্যাথলিট এবারের অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছে। ইতিমধ্যে আই ও এ জানিয়ে দিয়েছে, ১৩১ জন অ্যাথলিট প্রথম ডোজ নিয়েছে। ১৭ জন দুটো ডোজ নিয়ে নিয়েছে। আন্তর্জাতিক সংস্থা একটি গেমস গাইড লাইন “প্লেবুক” বানিয়ে দিয়েছে। তাই মেনে টোকিও যাওয়ার ফ্লাইটে চড়বে সকলে।
ভারতীয় সংস্থার পক্ষ থেকে বলে দিয়েছে, আই ও সি আর টোকিও ২০২০ অর্গানাইজিং কমিটিকে সবধরনের সাহায্য করাই লক্ষ্য। দেশের অলিম্পিক সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে সরকারকে অলিম্পিক দলের সকলের টিকাকরণ করানোতে সহায়তা করার জন্য।