অভিষেক বচ্চন,বিদ্যা বালান, ভিকি কৌশলের পর বলিউডের বিখ্যাত ফটোগ্রাফার ডাব্বু রত্নানি র ২০২১ ক্যালেন্ডারের অন্যতম প্রধান আকর্ষণ সানি লিওনির ছবি প্রকাশ্যে এল। কয়েকদিন আগে ডাব্বুর ক্যামেরায়-ধরা-পরা লিওনির ছবি সানি গতকাল অর্থাৎ রবিবার ইনস্টাগ্রামে প্রকাশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে একটি হালকা রঙের বড় টুপি দিয়ে সানি তার নগ্ন দেহ ঢেকে রেখেছে। ক্যাপশনে সে লিখেছে ‘গ্রীষ্ম এসে গেছে’। প্রসঙ্গত, ২০২০তেও রত্নানির ক্যালেন্ডারে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল সানির ছবি। সেবার সে একটি বড় বই দিয়ে ঢেকে রেখেছিল তার নগ্ন দেহ। সে ছবি নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর। এবার আবার স্বমহিমায় প্রাক্তন নীল ছবির তারকা।