জনপ্রিয় বাংলাদেশের রকস্টার জেমস এর জন্য সে দেশেই তৈরি হল বিশেষ একটি গিটার। সে দেশে এবং বিদেশে তার কণ্ঠ ও গিটারের জাদুতে মুগ্ধ হয়েছেন লক্ষ লক্ষ ভক্ত। জেমস বাংলাদেশের গায়ক,গীতিকার, গিটারিস্ট,সুরকার ও অভিনেতা। তার গানের শ্রোতা সারা পৃথিবীতে। তিনি ভারতের বলিউড ফিল্মেও একজন সুপরিচিত প্লেব্যাক সিঙ্গার। নগর বাউল জনপ্রিয় রকস্টারের জন্য দেশেই তৈরি হয়েছে এই নতুন গিটারটি। এটি তৈরি করেছেন ‘আর্বোভাইরাস’ ব্যান্ডের ড্রাম বাদক নাফিস আল আমিন। গিটার কি নাম রাখা হয়েছে ‘তারায় তারায়’। গতকাল অর্থাৎ সোমবার রাতে জেমসের হাতে গিটারটি তুলে দেওয়া হয়। বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত এবং আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমানের ‘উত্তর’ কবিতাটি গান এ রূপান্তর করে গেয়েছেন নগর বাউল জেমস। যেটি ‘তারায় তারায়’ শিরোনামে মুক্তি পেয়েছিল। সেই গানের নাম অনুসারেই গিটারটি নামকরণ করা হয়। গিটারের গায়ে লেখা আছে গানের প্রথম লাইন এবং জেমস এর নাম। বেশি কাঠের তৈরি এগি টার দিকে জেমস যেমন আপ্লুতো তেমনি খুশি হয়েছেন আল আমিন।