পাহাড়ের ছোট্ট একটি কুঁড়েঘরে শুটিং চলছিল ‘সন্দীপ আঔর পিঙ্কি ফারার’ ছবির। পরিনীতি নিজেই জানিয়েছেন, যেহেতু কুঁড়েঘরে গর্ভপাতের একটি দৃশ্য ক্যামেরাবন্দি করা হচ্ছিল; তাই অত্যন্ত অপরিষ্কার অবস্থায় তিনি আগের দিন রাতে ঘুমোতে গিয়েছিলেন,পরের দিন সকালে ক্যামেরার সামনে যেন তাকে অমলিন দেখায়। আর সেইজন্যই তিনি দুদিন স্নানও করেন নি। প্রসঙ্গত,কুঁড়েঘরের মধ্যে পুরো দৃশ্যের শুটিং হয়েছিল দু-তিন দিন ধরে। চিত্রনাট্যের প্রয়োজনে লোকেশনটা ছিল অত্যন্ত অপরিষ্কার। শুটিং শেষ করে যখন পরিনীতি ফিরতেন তখন তার শরীরে মাটি লেগে থাকত। ধুলোর জন্য চুল সাদা হয়ে যেত। সেইরকম অমলিন অবস্থাতেই তিনি ঘুমোতে যেতেন এবং পরের দিন শুটিংয়ে আসতে হতো। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে পরিনীতির বিপরীতে অভিনয় করেছেন অর্জুন কাপুর। করোনা প্রকোপের জেরে সিনেমা হলে মুক্তি পেতে পারেনি এই ছবি ।অ্যামাজন প্রাইম ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে এবছর গোড়ার দিকে।