লাল হলুদ শিবির তথা ইস্ট বেঙ্গল ক্লাব। রোজ ক্লাবের ফুটবল দল গড়া নিয়ে স্পনসর গোষ্ঠীর সঙ্গে সংঘাতের খবর সামনে আসছে। এবার আইএসলে খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা। কিন্তু তাতে কী! রাজ্যের যে কোনও প্রাকৃতিক বিপর্যয় শুনলেই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। করোনা কম্পন পার্ট টু ‘ র মধ্যে মধ্যে এখন রাজ্য জুড়ে লকডাউন চলছে ।তারই মধ্যে আরেক প্রাকৃতিক বিপর্যয়ের মুখে বাংলার এক অংশ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জস‘। বিপুল ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । এমন এক অস্থির পরিস্থিতিতে ঘূর্ণিঝড় মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। সম্প্রতি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ময়দানের তিন প্রধানকে নিয়ে এক আলোচনায় বসেছিলেন। সেখানে এই তিন ক্লাবের পক্ষ থেকে সরকারের পাশে দাঁড়ানোর কথা জানানো হয়। এগিয়ে এসে লাল হলুদ ক্লাব সেই প্রতিশ্রুতি রাখতে চলেছে। ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে বললেন, ” একের পর এক সরকারি বিজ্ঞপ্তি, বিভিন্ন সংবাদমাধ্যমে দেখছি, এক ভয়ানক সাইক্লোন আগামি ৩-৪ দিনের মধ্যে আমাদের রাজ্যের কিছু অংশে আছড়ে পড়তে পারে। এই বিপর্যয়ের মোকাবিলায় আমরা ক্লাবের সমস্ত মাঠ কর্মীদের একত্রিত করে একটা নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করছি। এই মারাত্মক ঝড় যে বাংলায় বিভিন্ন অংশে বিপুল ক্ষয়ক্ষতি ঘটাবে তার আঁচ মিলছে । এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় ক্লাব সদস্যদের থেকে সংগৃহিত প্রায় ৫০ লক্ষ টাকা মাননীয়া মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার সিধান্ত নিয়েছি ।’ ইতিমধ্যে করোনা অতিমারির মধ্যে নানান সমাজসেবামূলক কাজকর্ম করে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। ময়দানের দুঃস্থ, অসহায় মানুষ এবং ময়দানের বিভিন্ন ক্লাব তাঁবুতে থাকা কর্মীদের জন্য নিয়মিত দু’বেলা খাবারের ব্যবস্থা করেছে শতবর্ষ পুরনো ক্লাব। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই উদ্যোগ চালিয়ে যেতে চায় ক্লাব।