জন্মদিন বলতে বাচ্চাদের কাছে চকলেট, কেক, বেলুন, পায়েস কিংবা পার্টি। কিন্তু সেখান থেকে বেরিয়েও যে আলাদা একটা জগত আছে তা প্রমাণ করে দিল ছোট্ট এক খুদে, সাইন সিনহা। রাজারহাটের বাসিন্দা এই খুদের বয়স মাত্র ১৩ বছর। বয়সে খুদে হলেও ভাবনা চিন্তাতে কিন্তু আর সবার থেকে আলাদা সে। বিশেষ চাহিদা সম্পন্ন এই খুদে তাঁর ১৩ তম জন্মদিনটি উদযাপন করল করোনা রোগীদের সাহায্য করে। আর পাঁচজন বাচ্চার মত তাঁরও শখ ছিল আধুনিক সাইকেল কেনার। সেই উদ্দেশ্যে পিগি ব্যাংকে তিলে তিলে টাকা জমাচ্ছিল সে। হঠাৎই তাঁর নজরে আসে করোনা নিয়ে চারদিকের উত্তাল পরিস্থিতি। তাঁরও মনে হয় সেও যদি কোনভাবে অসহায় মানুষের সাহায্য করতে পারে। সেই থেকেই নিজের জন্মদিনের দিন জমানো সমস্ত টাকা রেড ভলেন্টিয়ার্সদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। সেইমত, তাঁর জন্মদিন ১৩ তারিখে রেড ভলেন্টিয়ার্সের পরিচিত মুখ তথা বাম নেত্রী দিপ্সিতার হাতে তুলে দিল সঞ্চিত সমস্ত টাকা। পাশাপাশি এই বিশেষ দিনটি রেড ভলেন্টিয়ার্স দাদা দিদিদের সঙ্গেই কেক কেটে সেলিব্রেট করল খুদে।
সাইন সিনহার বাবা জানিয়েছেন, তিনি সিঙ্গেল পেরেন্টস । বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় ছোট থেকেই ছেলেকে মানুষ করেছেন অন্যভাবে। কখনও কোনও কিছুর অভাব বুঝতে দেননি। ছেলের কাছে এইরকম কথা শুনে প্রথমে অবাক হলেও পরে খুশি হয়েছেন খুব। প্রসঙ্গত, তিনি নিজেও করোনা অতিমারি নিয়ে কাজ করছেন। এই কাজের জন্য আন্তর্জাতিক স্তরে স্বীকৃতিও পেয়েছেন কিছুদিন আগে। ছেলেও যে বাবার আদর্শেই গড়ে উঠেছে সেকথা বলতেই মুচকি হেসে জানালেন, তাঁর সন্তান সত্যিই বিশেষ চাহিদা সম্পন্ন আর চার-পাঁচ জনের থেকে সম্পূর্ণ আলাদা।