খুব তাড়াতাড়িই হতে চলেছে বড় পর্দার জন্য আধুনিক ‘মহাভারত’। শুরু হয়ে গেছে তোড়জোড়। আর সেই ‘মহাভারত’ এই আধুনিক ‘দ্রৌপদী’ রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর তাঁর বিশেষ বান্ধবী হিসেবে অভিনেত্রী রিয়ার নাম বারংবার সংবাদমাধ্যমে এসেছে। নতুন মহাভারতের প্রযোজক কিংবা পরিচালকের নাম প্রকাশ্যে না এলেও সূত্রের খবর অনুযায়ী এ বছরই নাকি আধুনিক ‘মহাভারতে’র শুটিং শুরু হতে পারে।
প্রাথমিক স্তরে কথাবার্তার পরে দ্রৌপদীর চরিত্রে রিয়া চক্রবর্তী নাকি রাজি হয়েছেন। প্রসঙ্গত,সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর নেট দুনিয়ায় ব্যাপক রোষের মুখে পড়েছিলেন রিয়া। তারপরই দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। আবার আন্তর্জাতিক নারী দিবসে অর্থাৎ ৮ মার্চ তিনি কামব্যাক করেন। প্রসঙ্গত গত বছর সেপ্টেম্বরে মাদক কান্দে রিয়া গ্রেপ্তার হয়েছিলেন। প্রায় এক মাস পর তিনি জামিনে মুক্তি পান। কর্নার জেরে অনির্দিষ্টকালের জন্য তার অভিনীত ছবি ‘চেহরে’ এখনো মুক্তি পায়নি। এই ছবিতে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমিও অভিনয় করেছেন। ছবির পোস্টার ও টিজিরে রিয়ার জায়গা না হলেও ট্রেলারে তাকে এক ঝলক দেখা গেছে। এবার দেখা যাক দ্রৌপদীর শাড়ি পড়ে বলিউডে তাঁর কাম ব্যাক কতটা আকর্ষণীয় হয়।