মুক্তি পেলো ‘মার্ডার ইন দ্য হিলস সিরিজ’ এর ট্রেলার। সিরিজের পরিচালক অঞ্জন দত্ত।অভিনয় করেছেন রাজদীপ গুপ্তা,অর্জুন চক্রবর্তী,সুপ্রভাত দাস,অনিন্দিতা বসু প্রমুখ।গোয়েন্দা গল্পের পরিবর্তে অঞ্জন দত্ত এবার রহস্য এবং খুনের তদন্ত্রের ঘটনাকে নিয়ে গল্প বুনেছেন সিরিজের। পাহাড়ের আনাচে কানাচে লুকিয়ে থাকা অজস্র রহস্যের সন্ধান দিতেই খুব শীঘ্রই স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের।‘মার্ডার ইন দ্য হিলস’ এ পুলিশের ভূমিকায় দেখা যাবে রাজদীপ গুপ্তাকে।সিরিজে একজন সাংবাদিকের চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী। চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছেন কোচের চরিত্রে রয়েছেন সুপ্রভাত দাস,শিক্ষিকার চরিত্রে অনিন্দিতা বসু,সৌরভ চক্রবর্তী রয়েছেন একজন ফিল্ম মেকারের চরিত্রে,লেখকের চরিত্রে অভিনয় করছেন রজত গঙ্গোপাধ্যায়।’মার্ডার ইন দ্য হিলস’ সিরিজের সংগীত পরিচালনা করেছেন নীল দত্ত।ট্রেলারটি মুক্তি পেতেই দর্শকদের মনে সিরিজটি ঘিরে রীতিমত আগ্রহ তৈরি হয়েছে।খুব শীঘ্রই শুরু হবে ‘মার্ডার ইন দ্য হিলস’ এর স্ট্রিমিং।