মার্চ মাসের আবহাওয়া বেশ মনোরম থাকে। গরম পড়লেও বাতাসে একটা হালকা ঠান্ডার আমেজ বার শিরশিরানি থাকে। বসন্তের আগমন, উদযাপন ঘিরে মার্চ মাসে প্রাপ্তি ও অপ্রাপ্তির যোগ রয়েছে বেশ কিছু রাশির (Zodiac Sign)। সব সম্পর্কেই কিছু ঝগড়া, বিবাদ লেগেই থাকে, কিন্তু অকারণে যেন সেটি বড় আকার না নেয় তা দেখতে হবে।
মেষ-এই রাশির দাম্পত্য জীবন সুখের। গ্রহের অবস্থান শুভভাবে অবস্থান করায় ভালো ফল প্রদান করবে। তবে প্রেম প্রীতির ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে। তাই সেখানে ধৈর্য্য, স্থীরতা বজায় রাখতে হবে।
বৃষ- দাম্পত্যজীবনের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতি এবং শনির দৃষ্টি সম্পর্ক রয়েছে। দাম্পত্যজীবনে সুখ থাকবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তাই এই রাশির মার্চ মাস বেশ ভালো যাবে।
আরও পড়ুন: দোল পূর্ণিমার পর থেকেই এই তিন রাশির জীবনে সমস্ত বাধা দূর হবে
মিথুন- রাশির দাম্পত্যজীবনের ক্ষেত্র শুভ হলেও জেদ এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে মাঝেমাঝে দাম্পত্য কলহ সমস্যা সৃষ্টি করবে। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ।
কর্কট- রাশির দাম্পত্যজীবনের ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী দাম্পত্যজীবনের অশান্তির সম্ভাবনা। তবে প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ যোগ রয়েছে।
সিংহ- দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না। অশান্তির কালো ছায়া। প্রেম ও প্রীতি সম্পর্কেও গ্রহের অবস্থান শুভ ফল দেবে না। ব্রেক আপের সম্ভাবনা। বিবাদ এবং কলহের কারণে সম্পর্কে সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা। স্থীরতা বজায় রাখা জরুরি।
কন্যা- রাশির জাতক-জাতিকারা দাম্পত্যজীবনে শুভ ফল পাবেন। সুখের সাগরে ভাসবে এই রাশি। পরিবারে সঙ্গে ভালো সময় কাটবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। তাই অকারণে ঝগড়া বিবাদ এড়িয়ে যাওয়াই ভালো।
তুলা- রাশির দাম্পত্যজীবনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল দেবে। তাই মার্চ মাসে এই রাশির সব দিক দিয়েই ভালো সময়। মানসিক শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক– রাশির দাম্পত্যজীবনের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান রয়েছে। জীবনে দাম্পত্যসুখ থাকবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্ত হবে। মানসিক শান্তি বজায় থাকবে। ভালো সময় কাটবে। পরিবারে সান্নিধ্য লাভ করবেন।
ধনু- দাম্পত্যজীবনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। দাম্পত্য বিবাদ এড়িয়ে চললে অশান্তি এড়ানো সম্ভব। রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ।
মকর- দাম্পত্যজীবনের ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারকে বুঝতে হবে। অকারণে মাথা গরম করে নিজের ক্ষতি ডেকে না আনাই বুদ্ধিমানের কাজ। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ।
কুম্ভ- দাম্পত্যজীবনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রও শুভ বলা যায় না। তাই এই রাশিকে একটু বুঝেশুনে পদক্ষেপ নিতে হবে। একটু হিসেব কর পা ফেলাই বুদ্ধিমানের কাজ।
মীন- দাম্পত্যজীবনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা। সময় মোটের উপর ভালো যাবে। সম্পর্কে ধৈর্য্য রাখা জরুরি।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।