অন্ডাল: ফের কোলিয়ারিতে বিপত্তি। বয়লার খারাপ (Andal Boiler Fault) হওয়ার কারণেই আটকে ১২৭ জন শ্রমিক (Workers Trapped Mine)। মঙ্গলবার কেন্দা এরিয়ার ৭/৯ নম্বর পিট ছোড়া কোলিয়ারিতে বয়লার খারাপ হয়ে যাওয়ার কারণে প্রথম শিফটে ১২৭ জন কর্মরত শ্রমিকরা কোলিয়ারির ভেতরে আটকে রয়েছেন। কয়েক ঘণ্টার কেটে গেল তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় কোলিয়ারি চত্বরে।
অন্য খবর দেখুন