বিরাটি: চলন্ত ট্রেনে মহিলার ব্যাগে মিলল শিশু। ঘটনায় তুলকালাম বিরাটি স্টেশনে। বাচ্চা চুরির (Child Trafficking) সন্দেহে ট্রেনেই অভিযুক্ত মহিলাকে গণপিটুনি দেওয়ার অভিযোগ। মহিলাকে গ্রেফতার করেছে রেলপুলিশ। কার বাচ্চা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এর পিছনে কী বড়ো কোনও চক্র কাজ করছে কি না তা জানার চেষ্টায় তদন্তকারীরা।
অন্যান্য দিনের মতোই বুধবার সকালেই শিয়ালগামী ট্রেনে ভিড় থাকে চোখে পড়ার মতো। এদিন সকালে দত্তপুকুর থেকে শিয়ালদহগামী ট্রেনে বাজারের ব্যাগ ভরে একটি বাচ্চাকে নিয়ে যাচ্ছিলেন মহিলা যাত্রী। ভিড়ের মধ্যেই মহিলার ব্যাগে শিশুকে দেখেই বাকি যাত্রীদের সন্দেহ হয়। ওই কামরায় থাকা যাত্রীরা জানান, মহিলার ব্যাগে করে একটি ৭ থেকে ৮ মাসের শিশুকে নিয়ে যাচ্ছেন। ব্যাগটি রাখা ছিল সিটের নীচে। ওই মহিলার বিরুদ্ধে বাচ্চা চুরির অভিযোগ তুলে সরব হন তাঁরা। ছেলেধরা সন্দেহে ট্রেনের ভিতরেই অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার অভিযোগ। পরে বিরাটি স্টেশনে নেমে যাত্রীরা ওই মহিলাকে রেল পুলিশের হাতে তুলে দেন।
আরও পড়ুন: গুমোট গরমে নাজেহাল, কবে থেকে ভারী বৃষ্টি?
ঘটনায় স্টেশন চত্ত্বরে উত্তেজনা ছড়ায়। বেশ কয়েক জন রেললাইনে নেমে বিক্ষোভ দেখান। যার জেরে ট্রেন চলাচল বেশ কিছু ক্ষণের জন্য থমকে যায়। এর পর রেলপুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক। অভিযুক্ত মহিলা দাবি করেন, শিশুটির মা তিনিই। যদিও তা মানতে রাজি ছিলেন না অন্যান্য যাত্রীরা। তবে অভিযুক্ত মহিলারই ওই শিশুর মা কি না সেব্যাপারে এখনও কিছু জানায়নি পুলিশ। কেন তিনি বাজারের ব্যাগে শিশুটিকে নিয়ে যাচ্ছিলেন তার সঠিক উত্তর মেলেনি। এই শিশুটিকে নিয়ে আসলেন এবং কোথায় যাচ্ছিলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে রেলপুলিশ সূত্রে খবর।
অন্য খবর দেখুন