প্রতি আড়াই দিনে চন্দ্রদেব গোচর করেন। ফলে একই রাশিতে (Horoscope) বেশিদিন অবস্থান করেন না চন্দ্রদেব। ১২ এপ্রিল রয়েছে পূর্ণিমা। ১০ এপ্রিল কন্যা রাশিতে অবস্থান করবেন চন্দ্রদেব (Chandradev)। ১২ এপ্রিল হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) ।
চন্দ্রদেবের গোচরে একাধিক রাশির সৌভাগ্য বৃদ্ধি পাবে। আর্থিক লাভের মুখ দেখবে তারা। হনুমান জয়ন্তী বা হনুমান জন্মোৎসব হল একটি হিন্দু উৎসব। এই উৎসবটি হিন্দু দেবতা ও রামায়ণের (Ramayana) অন্যতম নায়ক হনুমানের জন্ম উদযাপনকে বোঝায়।
বৃষ
চন্দ্রের গোচরে বৃষ রাশির শুভ সময় আসতে চলেছে। সৌভাগ্য বৃদ্ধি। চাকুরিজীবী একাধিক কাজের প্রস্তাব পেতে পারেন। ব্যবসায়ীরা আর্থিক দিয়ে লাভ করবেন। ব্যবসা আরও প্রসারিত হবে। মানসিক প্রশান্তি লাভ। অপ্রত্যাশিত লাভ। ধনাগম বৃদ্ধি। সংসাররে শ্রীবৃদ্ধি। স্বাস্থ্য ভালো যাবে।
আরও পড়ুন-বুধদেবের কৃপায় এই তিন রাশির আর্থিক সৌভাগ্য বৃদ্ধি
কর্কট
জীবনে সব দিক দিয়ে ইতিবাচক প্রভাব পড়বে। আর্থিক দিক দিয়ে উন্নতি। ব্যবসায় অভূতপূর্ব লাভ। জীবনে সাফল্যের মুখ দেখবেন। আগামীদিনে পরিকল্পনা করে চললে জীবনে আরও সুখের হবে। মানসিক শান্তি বজায় থাকবে। মনোবল বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস বাড়বে। শিক্ষার্থীদের সময় ভালো যাবে। ব্যবসায়ী, চাকুরিজীবীদের শুভ সময়।
কন্যা
চৈত্র পূর্ণিমার আগে চন্দ্র দেবের কন্যা রাশিতে গমন। এই গোচরে কন্যা রাশিদের জীবনে অভূতপূর্ব শান্তি নিয়ে আসবে। একদিনে সাংসারিক দিক দিয়ে সুখ বৃদ্ধি পাবে, অপর দিকে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। ব্যবসায় উন্নতি। ব্যবসায় বিস্তার বাড়বে। কেরিয়ারে উন্নতি। পদোন্নতি, বেতন বৃদ্ধি। সংসারে শান্তি বজায় থাকবে। আশেপাশে একটি ইতিবাচক ভাব বজায় থাকবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।