কলকাতা: কোপা আমেরিকার (Copa America) ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল লিওনেল মেসিকে (Lionel Messi)। তারপর বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে খেলেছেন আর্জেন্টাইন মহাতারকা, গোলও করেছেন। আগামী বৃহস্পতিবার ভেনিজুয়েলার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার (Argentina)। সেই ম্যাচে খেলবেন কি তিনি?
এ নিয়ে মুখ খুললেন আর এক লিওনেল, অর্থাৎ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। সমস্ত ধোঁয়াশা কাটিয়ে তিনি জানালেন, ভেনিজুয়েলার বিরুদ্ধে দলে থাকবেন মেসি। স্কালোনি বলেন, “মেসি ভালো আছে। আমাদের সঙ্গে খেলতে আসার আগে অনেকগুলো ম্যাচ খেলেছে। এটাই দরকার ছিল।”
আরও পড়ুন: ফের সেঞ্চুরি! গাভাসকর, লারাকে টপকে গেলেন রুট
এর আগে সেপ্টেম্বর মাসে চিলি এবং কলম্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে পারেননি মেসি। স্কালোনি জানান, সে সময়েও মেসির সঙ্গে কথা হয়েছিল তাঁর। সে সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মেসির আগে কিছু ম্যাচ খেলে নেওয়া দরকার, তাই দলে নেওয়া হয়নি। এখন তিনি ফিট, তাই দলে আছেন। অর্থাৎ, ফের নীল-সাদা জার্সিতে জাদু দেখা যাবে মেসির।
দেখুন অন্য খবর: