কলকাতা: আজ শুক্রবার রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পূর্ণ কর্মবিরতি উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College) প্রতিবাদ মিছিলের পর এমনটাই ঘোষণা করতে পারেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। তবে হাসপাতালগুলিতে নিরাপত্তা নিয়ে নিজেদের দাবির লক্ষ্যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারেন তাঁরা। নির্দিষ্ট সময়ে দাবি পূরণ না হলে আমরণ অনশনের চিন্তাভাবনা রয়েছে জুনিয়র চিকিৎসকদের।
বৃহস্পতিবার রাত ১০টায় সমস্ত মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নিয়ে প্যান জেনারেল বডি বৈঠকে বসেন আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের মধ্যে জিবি বৈঠক সারেন তাঁরা। রাত ১০টার পর শুরু হয়ে জিবি বৈঠক চলে শুক্রবার সকাল পর্যন্ত। শেষ পর্যন্ত এদিন সকাল ৮.৩০টা নাগাদ বৈঠকস্থল ছাড়েন জুনিয়র ডাক্তারেরা।
আরও পড়ুন: বঙ্গোপাসাগরে নিম্নচাপ, পুজোয় বাদ সাধবে বৃষ্টি?
প্রসঙ্গত, আন্দোলন কোন পথে চলবে এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আরজি করের সিনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসছিলেন জুনিয়ররা। জানা গিয়েছে, সিনিয়র চিকিৎসকদের কেউ কেউ পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করার পরামর্শ দিয়েছেন। পরামর্শ দেওয়া হয়েছে আন্দোলনের বিকল্প পথ খোঁজার। কেউ কেউ আবার আংশিক কর্মবিরতির পক্ষে।
এরপরেই নিজেদের মধ্যে এবং অন্যান্য হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। ওয়াকিবহাল সূত্রের ধারণা, আজই কর্মবিরতি প্রত্যাহার করতে পারেন তাঁরা। তা আংশিক নাকি সম্পূর্ণ তা এখনও স্পষ্ট নয়।
দেখুন অন্য খবর: