নয়া দিল্লিঃ গাজায় চলছে জোরদার ইহুদি আক্রমণ। বেশ কয়েকবার গাজা থেকেও ইজরায়েলি ভূখণ্ডে আগ্রাসন চালিয়েছে হামাস। সশস্ত্র গোষ্ঠীগুলি প্রতিদিনই ইজরায়েলে হামলা চালিয়েছে। ছুঁড়ছে বিভিন্ন পাল্লার রকেট, মিসাইল ও ড্রোন। এসব হামলা প্রতিহত করার জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর মিশাইলের। এ কারণে ইরানের মিশাইল হামলার জবাব দিতে বিলম্ব করছে ইএসআই।
ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের অভাবে ইজরায়েলকে থার্ড মিসাইল পাঠাচ্ছে আমেরিকা। যদিও খুব বেশিদিন আর অস্ত্র সরবরাহ করতে পারবে না বাইডেন প্রশাসন। তাই খুব তাড়াতাড়িই ইজরায়েল ক্ষমতাচ্যুত হবে।
আরও পড়ুন: ইরাকি বাহিনীর তৃতীয় হামলায় ঝলসে গেল ইজরায়েল
অপরদিকে, হিজবুল্লার তরফ থেকে ভিডিও প্রকাশ্যে আসতেই ভয়ে সেঁধিয়ে ইজরায়েল। তাই অস্ত্রের উৎপাদন বাড়িয়েছেন তারা। বাতিল হয়েছে শ্রমিকদের ছুটির দিন।
উল্লেখ্য, ৭ অক্টোবরের পর থেকে ইজরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ২৬,০০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হামাস ও হিজবুল্লা। ইরানও দু’দফায় চালিয়েছে মিসাইল ও ড্রোন হামলা। তখন থেকে হামলার কঠিন জবাবদিহি দেওয়ার কথা বলে আসছে ইজরায়েল।উল্লেখ্য, ৭ অক্টোবরের পর থেকে ইজরায়েলি ভুখন্ড লক্ষ্য করে ২৬,০০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হামাস ও হিজবুল্লা। ইরানও দু’দফায় চালিয়েছে মিসাইল ও ড্রোন হামলা। তখন থেকে হামলার কঠিন জবাবদিহি দেওয়ার কথা বলে আসছে ইজরায়েল।
দেখুন আরও খবরঃ