কলকাতা: আরজি কর কাণ্ডে (RG kas case) তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল (Trinamool)। হাইকের্টের নির্দেশের পর তদন্তভার সিবিআইয়ের হাতে। দীর্ঘ ২০ থেকে ২৩ দিন ধরে সিবিআই তদন্ত করছে আরজি কর কাণ্ডের। গত ২৩ দিন ধরে সিবিআই নিরব কেন? আরজি কর কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। বৃহস্পতিবার সাংদিক বৈঠকে ব্রাত্য বসু ও শশী পাঁজা বলেন, দীর্ঘ ২৩ দিন ধরে তদন্ত করার পর সিবিআই নিরব। তথ্য প্রমাণলোপাট নিয়ে কেন চুপ সিবিআই। সিবিআই তদন্তের এই ধোঁয়াশাকেই চ্যালেঞ্জ করছি। বিজেপিকে কটাক্ষ করে বলেন, কেন সিজিও কমপ্লেক্সে অভিযান করল না বিজেপি। কেন সিজিও কমপ্লেক্সে স্মারকলিপি জমা করল না। বিজেপি বিচার চায় না, রাজনীতি চায়।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)