কলকাতা: মেলবোর্ন টেস্ট (Melbourne Test) ড্র করতে পারল না ভারত। অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে হেরে গিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। ফলে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জেতার আর কোনও সুযোগ নেই, সিডনিতে জিতে ড্র করাই এখন লক্ষ্য। শুধু সিরিজ ড্র করাই নয়, সিডনি টেস্টের গুরুত্ব রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final 2025) সমীকরণেও।
মেলবোর্নে হেরে আরও ফাইনালে যাওয়ার অঙ্ক আরও জটিল করে তুলেছেন রোহিতরা। তাঁদের পয়েন্ট পার্সেন্টেজ এখন ৫২.৭৮। অস্ট্রেলিয়ার পয়েন্ট পার্সেন্টেজ ৬১.৪৬। গতকাল পাকিস্তানকে হারিয়ে ৬৬.৬৭ পয়েন্ট হারে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa) এবং তারা ফাইনালের বার্থ পাকা করে ফেলেছে। লর্ডসের ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে জোর লড়াই ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে।
আরও পড়ুন: যশস্বী কি আউট ছিলেন? থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে তুমুল বিতর্ক
তবে পরিষ্কার ফেভারিট অস্ট্রেলিয়াই। কারণ সিডনিতে যদি প্যাট কামিন্সরা (Pat Cummins) জেতেন কিংবা ড্র করেন তাহলে তারাই ফাইনালে যাবেন। ভারত সিডনিতে জিতলেও অস্ট্রেলিয়াকে টপকাতে পারবে না। কারণ তখন ভারতের পয়েন্ট পার্সেন্টেজ হবে ৫৫.২৬ এবং অজিদের ৫৭.৮৪। রোহিতদের তখন মুখাপেক্ষী হতে হবে শ্রীলঙ্কার (Sri Lanka)।
শ্রীলঙ্কার মাটিতে দুই টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই দুটো তারা হারলে ভারত আবার পয়েন্ট পার্সেন্টেজে এগিয়ে যাবে। লঙ্কানদের বিরুদ্ধে তাদের ডেরায় জেতা খুবই কঠিন কাজ, তাই কামিন্সরা চাইবেন সিডনিতেই নিষ্পত্তি করতে। তবে ভারতের মাথাব্যথা রয়েছে অন্য, ৩-৭ জানুয়ারি হতে চলা ওই ম্যাচে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকী খেলা ভেস্তে যাতে পারে বলেও আশঙ্কা। তা যদি হয় তো কপাল পুড়বে ভারতের।
দেখুন অন্য খবর: