মালদহ: ডাকাতি বা জঙ্গি হামলা নয়, দাম্পত্য অশান্তির জেরে মাঝরাতে পড়ল বোমা (Bomb)। একটি নয়, পরপর একজোড়া বিস্ফোরণে (Explosion) কেঁপে উঠল গোটা গ্রাম। মালদহ (Malda) জেলার হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত ঝিকোডাঙ্গা গ্রামের ঘটনা। গভীর রাতে স্ত্রীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ উঠল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। কিন্তু দাম্পত্য কলহের জেরে বোমাবাজি কেন হল? চলুন ঘটনাটি বিস্তারে জেনে নেওয়া যাক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে ঝিকোডাঙ্গা গ্রামের হালিমা পারভিনের সঙ্গে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী রহমতপুরের রহিম আলির। দু’বছর আগে তাঁদের ডিভোর্স (Divorce) হয়ে যায়। তাদের দুই সন্তান রয়েছে। বর্তমানে তাঁরা রহিমের কাছে থাকে। অভিযোগ, ডিভোর্সের পর থেকেই রহিম আলির তরফ থেকে হালিমাকে ক্রমাগত খুনের হুমকি দেওয়া হচ্ছিল। এই নিয়ে বেশ কয়েকবার ঝামেলাও হয়। বর্তমানে হালিমা তাঁর বাবার বাড়িতে থাকছেন। গতকাল রাত একটা নাগাদ পরপর দু’টি বিস্ফোরণে কেঁপে হালিমা বাবার বাড়ি। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুন: নদিয়ায় নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, পুলিশের জালে অভিযুক্ত যুবক
ঘটনা প্রসঙ্গে হালিমা বলেন, “বোমার আওয়াজ শুনে বাইরে এসে দেখতে পাই, আমার প্রাক্তন স্বামী দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমাকে প্রাণে মারার জন্য সে বোমা ফেলেছে। ডিভোর্সের পর থেকে ক্রমাগত আমাকে খুনের হুমকি দিচ্ছে।” যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত প্রাক্তন স্বামী রহিম আলি। তিনি জানান, “ডিভোর্সের পর থেকে ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। হুমকি দেওয়ার অভিযোগ সম্পন্ন ভিত্তিহীন। ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর জন্য এই ধরণের অভিযোগ আনা হয়েছে।” ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।
দেখুন আরও খবর: