কলকাতা: রাজ্যে শীতের আমেজ নেই বললেই চলে। ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বেড়েছে তাপমাত্রার পারদ। তেমন একটা শীত অনুভূত হচ্ছেনা রাজ্যজুড়ে। গতকাল অর্থাৎ বুধবার থেকেই এই আভাস পাওয়া যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই জানানও হয়েছিল বুধবার থেকে বদলাতে পারে আবহাওয়া। আর সেই মতই গতকাল থেকে রাজ্যজুড়ে লক্ষ করা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তন।
আরও পড়ুন: কুলগামে গুলির লড়াইয়ে নিকেশ ৫ জঙ্গি, আহত ২ জওয়ান
তবে মনে করা হচ্ছে এবার সপ্তাহান্তে ভাসতে পারে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। যার জেরে মাটি হতে পারে উইকেন্ড। এমনিতেই ডিসেম্বরের প্রায় শেষ সপ্তাহ। ফেস্টিভ মুডে ভাসছে তিলত্তোমা। আলোর সাজে সেজে উঠেছে পার্ক স্ট্রিট-সহ বিভিন্ন এলাকা। কিন্তু শীতের অভাবে বাতিল হতে পারে পিকনিকের মত প্ল্যান।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার এবং শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ। যার জেরে শুক্রবার কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে আবারও পরিবর্তন হতে পারে আবহাওয়ায়, তাই ক্রিস্টমাস জলে নাও যেতে পারে বঙ্গবাসীর।
দেখুন অন্য খবর