কলকাতা: আগামী ৪ দিন দক্ষিণবঙ্গের (South Bengal Rainfall) একাধিক জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস। কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Bengal Heavy Rain Forecast) পূর্বাভাস। উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ দিনভর বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। তবে কলকাতায় আজ ভারী বৃষ্টির (Kolkata Heavy Rain Forecast) সম্ভাবনা কম। নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। মঙ্গলবার বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আর শক্তিশালী হবে। এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টায় এই এটি আরও শক্তিশালী হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। তিন দিনের মধ্যে এটি ঝাড়খন্ড ও সংলগ্ন বিহার ,উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে। এর ফলে দক্ষিণবঙ্গ ও ঝাড়খন্ডে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। অতি ভারি বৃষ্টির সতর্কতা বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কিছু অংশে।
হাওয়া অফিসের পূর্বাভাস, নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ক্রমশ বাড়বে বৃষ্টি। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা প্রায় সব জেলাতে। বুধবারে ও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে। পশ্চিমের দিকের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা দুই ২৪ পরগনা, পুরুলিয়া পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলাতে। শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
আরও পড়ুন: আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়মের অভিযোগ, সিট গঠন নবান্নের
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রভাবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরে উত্তাল হবে সমুদ্র। দমকাঝোড়ো হাওয়া বইবে ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে। এই পরিস্থিতিতে বিশেষ ভাবে সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের । আজ, মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। উপরের পাঁচ জেলার সঙ্গে সঙ্গে মালদাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে মঙ্গলবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবারেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর দিনাজপুর জেলাতে।
দেখুন ভিডিও