কলকাতা: বিগত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলা। একটানা বৃষ্টিতে বেড়েছে নদীর জলস্তর। তার উপর দুর্গাপুর, মাইথন ও পাঞ্চেত ব্যারেজ থেকে ছাড়া জলে প্লাবণের পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু জায়গায়। নাগাড়ে বৃষ্টিতে জমা জলে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের (South Bangal) একাধিক জেলা।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমী অক্ষরেখার অবস্থানের ফলে আগামী আরও ৭ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে (Weather Update)। বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গে (North Bengal) ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত।
আরও পড়ুন: সেচ দফতরের সঙ্গে কথা বলেই জল ছাড়তে হবে, ডিভিসিকে বার্তা মুখ্যসচিবের
হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ রয়েছে। তা শক্তিশালী হয়ে উত্তর ঝাড়খন্ডে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় পুরোপুরি ঝাড়খন্ড হয়ে বিহারে সরে যাবে এই নিম্নচাপ। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। অভিমুখ মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। অন্যদিকে পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত। তার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়াতে।
আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ ও নদিয়াতে। মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলিতে। সোমবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। তবে মঙ্গলবার ফের ভারী সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় কিছু অংশে।
আজ তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতায়। অন্যদিকে, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।
আরও খবর দেখুন