ওয়েব ডেস্ক: ইউক্রেন-রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র। আমেরিকায় তৈরি এই ক্ষেপণাস্ত্রের নাম ATACMS! এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের পর ইউক্রেনের ইতিহাসে খুলে গিয়েছে এক নতুন দিগন্ত। রাশিয়ায় এই অস্ত্রের আঘাত করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে ইউক্রেন।
আরও পড়ুন: ইজরায়েলকে বাঁচাতে আমেরিকার হাতে ভয়ংকর সি-র্যাম
ATACMS মিসাইল আসলে কী? কেন এটি গুরুত্বপূর্ণ? কেন এই মিসাইলের জন্য এতদিন অপেক্ষায় করেছে ইউক্রেন? আসলে এটি একটি আর্মি তৈরি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র। এই যুদ্ধাস্ত্র লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানে। নির্ভুলতা ও পাল্লা দেওয়ার কারণে এটি বিখ্যাত। এই ক্ষেপণাস্ত্র ৩০০ কিলোমিটার অবধি আঘাত করতে সক্ষম। যা অন্যান্য যুদ্ধস্ত্রের তুলনায় অনেক বেশি। গতি ঘণ্টায় প্রায় ৩৭০০ কিলোমিটার।
সূত্রের খবর, ১৯ নভেম্বর ইউক্রেন রাশিয়ার উপর এই মিসাইল ব্যবহার করে। আমেরিকা এই মিসাইল ব্যবহারের অনুমতি দেয়। এর আগে ইউক্রেন সীমানার অভ্যন্তরের বদলে এই মিসাইল ব্যবহারের অনুমতি ছিল না। ইউক্রেন এই মিসাইল ব্যবহার করলে বিপাকে পড়বে রাশিয়াও। এ নিয়ে চিন্তার ভাঁজ পুতিনের কপালে।
দেখুন আরও খবর: