হরিয়ানা: কুস্তিগির বিনেশ ফোগাট, বজরং পুনিয়া কংগ্রেসে (Congress) যোগ দিতে চলেছেন। হরিয়ানা (Haryana) বিধানসভা নির্বাচনের আগে যে ঘটনায় উজ্জীবিত কংগ্রেস শিবির। আজ, শুক্রবার এই যোগদান হতে চলেছে বলে জানা গিয়েছে। গত মঙ্গলবার এই দুই কুস্তিগির দিল্লিতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে দেখা করেছিলেন। এই দুই কুস্তিগিরই বিজেপি সাংসদ ও জাতীয় কুস্তি সংস্থার সেসময়ের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন।
তবে কংগ্রেসে কুস্তিগিরদের এই যোগদানকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর। তিনি বলেন, এখন বোঝা যাচ্ছে কুস্তিগিরদের আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। এবার এটা স্পষ্ট হয়ে গেল। হরিয়ানায় অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টর কংগ্রেসের অনুকূলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই দুই কুস্তিগির যোগ দেওয়ায় জাঠ ভোটে সমর্থন বাড়তে পারে।
আরও পড়ুন: বিহারে মুসলিম, কুশওয়াহা, যাদবের জোট, বার্তা তেজস্বীর
আরও খবর দেখুন: