নিউইয়র্ক: বিশ্বের মানচিত্র থেকে ইরানকে (Iran) মুছে ফেলার হুঙ্কার দিলেন আমেরিকায় (US) রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পশ্চিম এশিয়ার দেশকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
গত সপ্তাহে আমেরিকার সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে যে, সিক্রেট সার্ভিস সম্প্রতি ট্রাম্পকে হত্যার জন্য ইরানের চক্রান্তের কথা জানতে পেরেছে। তবে এর সঙ্গে ট্রাম্পের উপর সম্প্রতি গুলি চালনার ঘটনার কোনও সম্পর্ক নেই। সূত্র মারফত খবর পেয়ে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়। এরপরই ইরানকে হুমকি দেন ট্রাম্প। একইসঙ্গে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে আমেরিকায় কংগ্রেসের যৌথ অধিবেশনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ট্রাম্পের বিরুদ্ধে ইরানের চক্রান্ত নিয়ে কথা বলতে শোনা গিয়েছে।
আরও পড়ুন: বিহারের সংরক্ষণ আইন বাতিলের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট
আরও খবর দেখুন