হাওড়া: সুখবর বাঁকুড়াবাসীর জন্য! নভেম্বর মাসেই বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া রুটে ট্রেন চলাচল শুরু হবে। এরকমই সম্ভাবনার কথা শোনাল পূর্ব রেল। বর্তমানে বাঁকুড়া থেকে বর্ধমানের মশাগ্রাম পর্যন্ত ট্রেন চলাচল করে। অন্যদিকে, মশাগ্রাম স্টেশনের উপর দিয়ে যায় বর্ধমান-হাওড়া লোকাল ট্রেনগুলি। তবে, আর মাত্র ১০০ মিটার রেলপথ জুড়ে গেলেই বর্ধমান-হাওড়া কর্ড লাইনের সঙ্গে যুক্ত হয়ে যাবে এই রেলপথ। রেল জানিয়েছে, ইতিমধ্যে মশাগ্রামে হাওড়া-বর্ধমান লাইনের সঙ্গে সংযোগের কাজও প্রায় শেষ। এবার হবে সিগান্যালিং ব্যাবস্থার কাজ। এটি শেষ হলেই এই রুটে সরাসরি হাওড়া-বাঁকুড়া ট্রেন চালানো যাবে।
পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তরফে কাজের জন্য চুড়ান্ত পর্বের নোটিশ জারি করা হয়। ওই নোটিশে বলা হয়, নভেম্বর মাসের ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত মশাগ্রাম স্টেশনের কাছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সংযোগ করার কাজ চূড়ান্ত হবে। এজন্য কর্ড ও মেন শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকবে। রেল সূত্রে জানানো হয়েছে, দু’টি লাইনে ১৬ টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। এছাড়াও দুটি লাইনে একাধিক ইএমইউ ট্রেন বাতিল করা হবে।
আরও পড়ুন: সোনার দোকানে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার সোনা গয়না
উল্লেখ্য, বাঁকুড়া থেকে বর্ধমানের সেহারাবাজার পর্যন্ত ন্যারোগেজ লাইন চালু হয়েছিল ব্রিটিশ আমলেই। পরবর্তীকালে মশাগ্রাম পর্যন্ত ব্রডগেজ লাইনের ট্রেন চলাচল শুরু হয়। ২০০০ সালে বৈদ্যুতিকরণের কাজ শুরু হলে, তা ২০০৫ সালে কাজ শেষ হয়। তারপর দাবি উঠে, এই লাইন হাওড়া-বর্ধমান কর্ড শাখার সঙ্গে যুক্ত করা হোক। সেই দাবি অবশেষে পূরণ হতে চলেছে। এই লাইনের ট্রেন চলাচল শুরু হয়ে গেলে চার পাঁচটি জেলার গ্রামীণ এলাকার প্রান্তিক মানুষজন দারুন সুবিধা পাবেন। বিশেষ করে কৃষক, শ্রমিক শ্রেণীর মানুষজন এতে উপকৃত হবেন।
দেখুন আরও খবর: