কলকাতা: আরজি করের নির্যাতিতা চিকিৎসকের জন্য সুবিচার চেয়ে বুধবার আরও একবার রাত দখলের কর্মসূচিতে নেমেছিল শহরবাসী। আরজি করের (RG Kar Incident Protest) ঘটনার প্রতিবাদ জানাতে রাত দখলে অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। ঋতুপর্ণার হেনস্তার ঘটনায় প্রশ্ন তুলল টলিউড। এটাই কী রাত দখল? একটিবারও কলকাতাবাসীদের মনে এই প্রশ্ন জাগল না? গোটা শহরের দিকে এমনই প্রশ্ন ছুড়ে দিল টলিপাড়া।
আরও পড়ুন: গো-ব্যাক স্লোগানের মুখে মিমি
শ্যামবাজারের কর্মসূচিতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। শ্যামবাজারে ঋতুপর্ণাকে লক্ষ্য করে স্লোগান, গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদ জানান, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা জীতু কমল, অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা, দেবলীনা দত্তরা। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা টক্রবর্তী । “কীভাবে করতে পারলেন”, আন্দোলনকারী… পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় প্রশ্ন তুলে বলেন, একদিকে মহিলা চিকিৎকসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে গোটা শহরে অকাল দীপাবলি পালন করছে। তখন শ্যামবাজারে আরেক নারীর অসম্মান! আমরা কি প্রতিবাদের মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছি? ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এই অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।
জীতু কমল লিখলেন, এটা ঠিক হচ্ছে না। দয়া করে এগুলো করে অতি-উৎসাহ দেখাবেন না।”রূপা গঙ্গোপাধ্যায় লিখলেন, ঋতুপর্ণাকে বিনা কারণে এই অপমান করা আমি সমর্থন করি না। করব না। এই নাকি নারী সম্মান। নারী সুরক্ষার লড়াই?সোশাল মিডিয়ায় গোটা ঘটনার তীব্র নিন্দা করছেন টলিপাড়ার একাংশ।
অন্য খবর দেখুন