কলকাতা: আরজি কর কাণ্ড ও রাজ্যে দুর্নীতির প্রতিবাদে রবিবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের জহর সরকার। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য খোদ মুখ্যমন্ত্রী ফোন করলেও সিদ্ধান্তে অনড় জহর। আর তাঁর পদত্যাগ ঘোষণার পরই তৃণমূল নেতা কুণাল ঘোষকে ফের রাজ্যসভায় পাঠানোর দাবি তুললেন টিএমসিপি নেতা সন্দীপন মিত্র। রবিবার সন্দীপন সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করে কুণাল ঘোষকে রাজ্যসভায় পাঠানোর দাবি তোলেন।
প্রশ্ন তুলে পোস্টে ওই টিএমসিপি নেতার দাবি, কুণাল ঘোষকে আবার রাজ্যসভায় পাঠানো হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত, এ ধরনের অভিজাত লোকদের টিকিট দেওয়া বন্ধ করা। সাংসদ পদের সুযোগ সুবিধা ভোগ করা ছাড়া গত ৩ বছরে দলের জন্য কী করেছেন জহর সরকার? এদিকে জহর সরকারকে কটাক্ষ করেছেন যুব নেতা দেবাংশু ভট্টাচার্যও।
আরও পড়ুন: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, এগোচ্ছে উত্তর দিকে
উল্লেখ্য, ২০১১ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন কুণাল। রাজ্যে ক্ষমতা বদলের পর কুণালকে রাজ্যসভায় পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। এখন যদিও এখন শুধু তৃণমূল নেতাই তিনি। কারণ, লোকসভা ভোটের আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তারপরই দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে মুখপাত্র থেকে বহিষ্কার করে।
দেখুন আরও অন্যান্য খবর: