ডুয়ার্স: রাজ্য সড়কের অবস্থা বেহাল, মেরামতের দাবিতে স্থানীয়দের সঙ্গে অবরোধে সামিল জনপ্রতিনিধি সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মঙ্গলবার সকাল থেকে মালবাজার-বড়দিঘি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিক্ষোভে সামিল হন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যা সহ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।
জানা গিয়েছে, মালবাজার থেকে বড়দিঘি পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। রাস্তায় তৈরি হয়েছে বিরাট বিরাট গর্ত। অথচ এই রাস্তা দিয়ে বাস, ছোটো গাড়ি, টোটো, বাইকে করে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। আর যে কারণে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। এর আগেও এই রাজ্য সড়ক সংস্কারের দাবি জানানো হয়েছিল। তবে তাতে কাজ না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে এই রাস্তার তিনটি জায়গা মহাকাল মোড়, ২ নম্বর ঘুমটি, প্রধান পাড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: আরজি কর তদন্তে CBI-এর কাছে স্টেটাস রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
পিডব্লিউডি দফতর যাতে দ্রুত রাস্তা মেরামত করে সেই দাবিতে স্লোগান দেওয়া হয় এদিন। অবরোধের কারণে রাস্তায় আটকে পড়েন অনেকেই। একই রাস্তায় তিনটি পৃথক জায়গায় অবরোধের কারণে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার থানার পুলিশ। পরবর্তীতে পিডব্লিউডি দফতরের পক্ষ থেকে রাস্তা মেরামতের আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায়।
দেখুন আরও অন্যান্য খবর: