কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Medical College) পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (Vinit Goyal) গ্রেফতারির দাবি তুলেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Shekhar Ray)। এই দাবিতে টুইট করেছিলেন তিনি। এবার সুখেন্দুশেখরকে তলব করল কলকাতা পুলিশ। রবিবার বিকেল ৪টের সময় লালবাজারে (Lalbazar) হাজিরা দিতে হবে তাঁকে। ইউ/এস ৩৫ বিএনএস নোটিস জারি করে তৃণমূল সাংসদকে তলব করা হয়েছে।
টুইট করে সুখেন্দু লিখেছিলেন, “সিবিআইকে নিরপেক্ষ তদন্ত করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই হবে। কারা এবং কেন আত্মহত্যার তত্ত্ব ছড়াল, দেওয়াল ভাঙা হল কেন, কার মদতে সঞ্জয় রায় এত প্রভাবশালী হল, স্নিফার ডগ কেন তিনদিন পর কাজে লাগানো হল, এরকম ১০০টা প্রশ্ন রয়েছে। ওদের মুখ খোলানো হোক।”
আরও পড়ুন: নিহত চিকিৎসকের নাম প্রকাশের জের, লকেট চট্টোপাধ্যায়কে তলব লালবাজারে
তিনদিন পরে স্নিফার ডগ প্রয়োগের দাবিকে খণ্ডন করে অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা ইতিমধ্যেই জানিয়েছেন, ৯ অগাস্ট রাতেই সারমেয় বাহিনী কাজে লাগানো হয়েছিল। তদন্তে অগ্রগতি আনতে ফের ১২ তারিখও একই কাজ করা হয়। কাজেই তিনদিন পর স্নিফার ডগ কাজে লাগানোর যে খবর ঘুরছে তা সম্পূর্ণ ভুল কথা।
আরজি কর কাণ্ডে তৃণমূলের অন্দরেই টানাপোড়েন শুরু হয়েছে। এমনকী খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মতে, রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে এমনটাই। এর মধ্যে আর এক সাংসদের টুইট আরও শোরগোল ফেলল।
দেখুন অন্য খবর: