মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সালারে দুপক্ষের বোমাবাজিতে তৃণমূল কর্মীর মৃত্যু। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুপক্ষের বোমাবাজিতে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানার কান্দরা মিল্কিপাড়ায়। বোমায় জখম হয়ে মৃত্যু হয়েছে বছর ৫২-এর আলাই শেখের। প্রথমে গুরুতর জখম অবস্থায় তাঁকে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সপ্তাহ খানেক সময় ধরে রাজনৈতিক উত্তেজনা চলছিল এলাকায়। এদিন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বোমাবাজি শুরু হয়। বোমার আঘাতেই মৃত্যু হয় বছর আলাইয়ের। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন, মৃত আলাই শেখ তৃণমূল কর্মী ছিলেন। তবে কী কারণে এদিন এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: রানি রাসমণি রোডে চিকিৎসকদের দ্রোহের কার্নিভালে অনুমতি হাইকোর্টের