লাফিয়ে বাড়ছে রুপোর দাম। এতদিন যারা সোনায় বিনিয়োগ আদর্শ ভাবতেন, এবার তারা রুপোতেও টাকা ঢালছেন। যাদের বাড়িতে রুপোর বাসনের সমাহার তারা সামলে রাখছেন ‘ধনরাজি’। কিন্তু সমস্যা হল রুপোর বাসন বেশিদিন পড়ে থাকলে কালচে ছোপ পড়ে যায়। যাকে বলা হয় রুপোর কলঙ্ক। কীভাবে যত্নে রাখবেন রুপো? রুপোর গয়না বা বাসন কালচে দেখানো পরিষ্কার করবেন কীভাবে? কারবারিরা বলছেন, রুপোর ঔজ্জ্বল্য ফেরাতে দোকানে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই সম্ভব দেখভাল। কীভাবে করবেন? জানুন টিপস…
আরও পড়ুন: বয়সের ছাপ কমাতে ঘরে বসেই ত্বকের যত্ন! সহজ ঘরোয়া ফেসপ্যাকেই ফিরবে উজ্জ্বলতা
১। তরল ডিশওয়াশার: ঈষদুষ্ণ জলে তরল ডিশওয়াশার গুলে তার মধ্যে রুপোর গয়না বা বাসন কিছুক্ষণ ডুবিয়ে দাঁত মাজার ব্রাশ দিয়ে ঘষলেই কালচে ছোপ চলে যাবে। এরপরে পরিষ্কার জলে ধুয়ে, নরম কাপড়ে মুছে নিন।
২। বেকিং সোডা: যদি দীর্ঘদিনের কালো ছোপ তুলতে হয়, তবে বেকিং সোডা ভরসা। জল এবং বেকিং সোডা দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। ছোপ ধরা জায়গায় আঙুল দিয়ে বা কাপড় দিয়ে লাগিয়ে নিন। এরপর হালকা হাতে ধীরে ধীরে ঘষলেই দেখবেন কালচে ছোপ উঠে যাচ্ছে। এর পরে ঈষদুষ্ণ জলে বাসন ও রুপো ধুয়ে নিন।
কী ভাবে রাখবেন?
রুপোর জিনিস নিয়মিত পরিষ্কার রাখা যেমন জরুরি, তেমনই দরকারি যত্ন করে রাখা। রোদের থেকে দূরে, প্যাচপ্যাচে নয়, এমন জায়গায় রাখুন রুপোর জিনিস। সুগন্ধী, ক্রিম বা লোশনো বা ক্লিনজার জাতীয় জিনিস থেকে দূরে রাখুন। কারণ রুপোয় রাসায়নিকের সংস্পর্শে রং বদলাতে পারে। রুপোর গয়নার ক্ষেত্রেও বিষয়টি মাথায় রাখা জরুরি। ক্রিম বা লোশন লাগিয়েই সঙ্গে সঙ্গে তার উপর রুপো না পরে কিছুক্ষণ পরে গয়না পরুন।
দেখুন আরও খবর: