উবের কাপে ভারতের মেয়েরা প্রথম ম্যাচে জেতার পর ২৪ ঘন্টার মধ্যে পুরুষরা থমাস কাপের প্রথম ম্যাচটি জিতে নিলে দাপটের সঙ্গে। ৫-০ তে হেলায় হারালো নেদারল্যান্ডসকে। গ্রুপ সি-তে ডাচ দল বেশ দুর্বল।
আরও পড়ুন: Uber Cup: সাইনার চোট, ম্যাচ ছাড়লেও স্পেনকে হারালো ভারত
ভারতীয় দলের টপ রাঙ্কিং খেলোয়াড় কিদাম্বি শ্রীকান্ত প্রথম সিঙ্গলসে হারিয়ে দিলেন যোরান কিউকেলকে(২১-১২,২১-১৪)। প্রথম ডবলসে, চিরাগ শেট্টি-স্বাতিকসাইরাজ রাঙ্কিরেড্ডি জুটি হারান ডাচ জুটি রূবেন জিল্লে–টাইস ভান ডার লেককে (২১-১৯,২১-১২)।এরপর ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী বি সাই প্রনীথ মাত্র ২৭ মিনিটের মধ্যে রোবিন মেসমানকে আরিয়ে দেন(২১-৪,২১-১২)।৩-০ ম্যাচে এগিয়ে যায় ভারত।পরের বাকি সিঙ্গলসে সমীর ভার্মা ২১-৬,২১-১১ পয়েন্টে হারিয়ে দেন গিজস ডুইজসকে। দ্বিতীয় ডবলসে ভারতীয় জুটি এমআর অর্জুন-ধ্রুব কপিলা ২১-১২, ২১-১৩ তে হারায় অ্যান্ডি বুইজ–ব্রায়ান ওয়াসিঙ্ককে।
Thomas Cup: India thrash Netherlands 5-0 in group opener
Read @ANI Story | https://t.co/qOz5LY3kav
#ThomasCup2021 pic.twitter.com/qViuLpSknl— ANI Digital (@ani_digital) October 11, 2021
ভারতের পুরুষ দল থমাস কাপে এরপর খেলতে নামবে এই গ্রুপের আরেক দুর্বল দল তাইতির বিপক্ষে। আর উবের কাপে ভারতের মেয়েরা খেলতে নামছে মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে।
ছবি:সৌ-টুইটার।