নয়াদিল্লি: আরজি করে সিআইএসএফ বাহিনীর সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। রাজ্যের আচরণ অভাবিত, অযৌক্তিক এবং ক্ষমার অযোগ্য, সুপ্রিম কোর্টে অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের।
সুপ্রিম কোর্টের নির্দেশেই আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে মোতায়েন হয়েছে সিআইএসএফ বা শিল্প নিরাপত্তা বাহিনী। কিন্তু বাহিনীর সদস্যদের সঙ্গে রাজ্য সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে বলে দেশের শীর্ষ আদালতে অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের। শীর্ষ আদালতের নির্দেশ, ইচ্ছাকৃতভাবে পালন না করার জন্য রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার আর্জি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, নিরাপত্তাজনিত কোনওরকম যন্ত্রপাতি বা বাহিনীর সদস্যদের থাকার জন্য কলকাতা পুলিশ কোনও ব্যবস্থা করছে না। দুই কোম্পানি অর্থাৎ বিভিন্ন পদের অন্তত ১৮৪ জন সিআইএসএফ সদস্য সেখানে মোতায়েন হয়েছেন। অন্তত ৫৪ জন মহিলা সদস্য সেখানে রয়েছেন। ২২ অগাস্ট থেকে ৩ শিফটে তাঁরা দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন:তৃণমূল বিধায়ক লাভলির বিরুদ্ধে মামলার অনুমতি হাইকোর্টের
রাজ্যের এমন অসহযোগিতা অভাবিত। ডাক্তার ও মহিলা ডাক্তারদের নিরাপত্তাকেই রাজ্যের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া দরকার। সেই কারণে রাজ্য সরকারকে বারংবার অনুরোধ করা হয়। অথচ আদালতের নির্দেশে মোতায়েন এই বাহিনীকে কোনও সাহায্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মন্ত্রকের।
মন্ত্রক আরও জানিয়েছে, থাকার জায়গা না থাকায় বাহিনীর সদস্যদের কলকাতায় তাঁদের সিআইএসএফ ইউনিট এসএমপি-তে থাকতে হচ্ছে। যেখান থেকে আরজি কর যেতে কমপক্ষে এক ঘন্টা লাগে। ফলে বাহিনী বদল করার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ভবিষ্যতে সমস্যা হতে পারে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলায় এই বিষয়টিও আলোচ্যসূচিতে আসবে বলে মনে করা হচ্ছে।