কলকাতা: প্রকাশিত হল ফিফা ব্যালন ডো’র-এর (FIFA Ballon d’Or) সম্ভাব্য প্রাপকদের ৩০ জনের চূড়ান্ত তালিকা। এই তালিকায় লিওনেল মেসি (Lionel Messi), নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo)। ২০০৩ সালের পর এই প্রথম মেসি-রোনাল্ডোকে ছাড়াই চূড়ান্ত ৩০ মনোনয়ন প্রকাশ হল। এ বছর পুরস্কার পাওয়ার ব্যাপারে সবথেকে বেশি যাঁদের নাম আলোচিত তাঁরা হলেন ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr), জুড বেলিংহ্যাম (Jude Bellingham) এবং রদ্রি।
আরও পড়ুন: টেস্টে ভালো খেলেননি, মানছেন শুভমান গিল
এর্লিং হাল্যান্ড (ম্যাঞ্চেস্টার সিটি এবং নরওয়ে)
জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড)
ফিল ফোডেন (ম্যাঞ্চেস্টার সিটি এবং ইংল্যান্ড)
রুবেন দিয়াজ (ম্যাঞ্চেস্টার সিটি এবং পর্তুগাল)
টনি ক্রুস (অবসরপ্রাপ্ত)
ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ ও উরুগুয়ে)
নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক ক্লাব এবং স্পেন)
আর্টেম ডভবাইক (রোমা এবং ইউক্রেন)
গ্রানিত জাকা (বেয়ার লেভারকুসেন এবং সুইৎজারল্যান্ড)
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা এবং আর্জেন্টিনা)
কিলিয়ান এমবাপে (পিএসজি/রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স)
লাতারো মার্টিনেজ (ইন্টার এবং আর্জেন্টিনা)
অ্যাডেমোলা লুকম্যান (আটালান্টা এবং নাইজেরিয়া)
আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ ও জার্মানি)
আলেহান্দ্রো গ্রিমাল্ডো (বেয়ার লেভারকুসেন এবং স্পেন)
উইলিয়াম সালিবা (আর্সেনাল এবং ফ্রান্স)
বুকায়ো সাকা (আর্সেনাল এবং ইংল্যান্ড)
দানি কার্ভাহাল (রিয়াল মাদ্রিদ ও স্পেন)
লামিনে ইয়ামাল (বার্সেলোনা ও স্পেন)
হাকান কালহানোগ্লু (ইন্টার এবং তুরস্ক)
রদ্রি (ম্যাঞ্চেস্টার সিটি এবং স্পেন)
হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড)
ডেক্লান রাইস (আর্সেনাল এবং ইংল্যান্ড)
ভিতিনহা (পিএসজি ও পর্তুগাল)
কোল পামার (চেলসি এবং ইংল্যান্ড)
মার্টিন ওডেগার্ড (আর্সেনাল এবং নরওয়ে)
দানি ওলমো (বার্সেলোনা ও স্পেন)
ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল)
ফ্লোরিয়ান উইর্টজ (বেয়ার লেভারকুসেন এবং জার্মানি)
ম্যাটস হামেলস (রোমা এবং জার্মানি)
দেখুন অন্য খবর: