মালদহ: প্রাইমারি স্কুলের মিড ডে মিল (Mid Day Meal) প্রকল্পের চাল চুরি। রাতের অন্ধকারে চাল চুরি করে নিয়ে যাওয়ার পথেই গ্রামবাসীদের হাতে পাকড়াও ওই প্রাইমারি স্কুলেরই মিড ডে মিল প্রকল্পের রান্নার কর্মী। কালিয়াচক তিন নম্বর ব্লক এলাকার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বীরনগর শিমুলতলা প্রাইমারি স্কুলের ঘটনা।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই প্রাইমারি স্কুলের কর্মী রাতের অন্ধকারে চাল নিয়ে যান। এ নিয়ে গ্রামবাসীরা বারবার প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে গেলেও প্রধান শিক্ষক তাতে কর্ণপাত করেননি। তারপর থেকেই গ্রামবাসীদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। মঙ্গোলবার সন্ধ্যা সাতটা নাগাদ মিড ডে মিলের কর্মী সমর মন্ডল স্কুল থেকে চাল বের করছিলেন। তারপরেই সেই চাল সাইকেলে বোঝাই করে গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার পথেই গ্রামবাসীরা তাঁকে আটক করে।
আরও পড়ুন: গুমোট গরমে নাজেহাল, কবে থেকে ভারী বৃষ্টি?
গ্রামবাসীরা সমর মন্ডলকে চাপ দিতেই তিনি জানান প্রধান শিক্ষক আব্দুল কাদের জিলানি তাঁকে তিন বস্তা চাল তাঁর বাড়িতে পৌঁছে দিতে বলেন। প্রধান শিক্ষকের নির্দেশেই তিনি চালের বস্তাগুলি প্রধান শিক্ষকের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। ঘটনার পর থেকেই প্রধান শিক্ষক নিজের ফোন বন্ধ রেখেছেন, তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
আরও খবর দেখুন