Warning: Creating default object from empty value in /www/wwwroot/kolkatattv.org/wp-content/themes/KolkataTv/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29 নদিয়ায় হাসপাতালের অধ্যক্ষকে সরানো হল - Kolkata TVনদিয়ায় হাসপাতালের অধ্যক্ষকে সরানো হল - Kolkata TV
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
Published By: • | Edited By:
প্রকাশের সময় :
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৪৯:২৫ পিএম
/
৭৫
বার খবরটি পড়া হয়েছে
• | Edited By:
নদিয়া: পদ থেকে সরিয়ে দেওয়া হল কল্যাণী (Kalyani) কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের প্রিন্সিপালকে (Principal)। এনএমসি যোগ্যতা মান মেনে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। দাবি করা হয়েছে অপসারিত প্রিন্সিপাল ডাক্তার অভিজিৎ মুখোপাধ্যায়ের। অন্যদিকে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের (Health University) সহ উপাচার্য দেবাশিস বসুর পদত্যাগের দাবি সহ বিভিন্ন দাবিতে প্রিন্সিপালের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের।
নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের বর্তমান অধ্যক্ষ ডাক্তার অভিজিৎ মুখোপাধ্যায়কে প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে দিল রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপসারিত প্রিন্সিপালের দাবি, এনএমসির যে যোগ্যতা দরকার সেটা কম থাকায় পদ ছাড়তে নির্দেশ দিয়েছে।
অন্যদিকে প্রিন্সিপালের ঘরের বাইরে হাসপাতালের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে গতকাল থেকে জুনিয়র চিকিৎসক থেকে মেডিক্যাল পড়ুয়ারা আন্দোলন করছিলেন। এরই মধ্যে প্রিন্সিপালকে সরিয়ে দেওয়ায় কার্যত ক্ষোভ প্রকাশ করেছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক থেকে পড়ুয়ারা। বিক্ষোভকারীদের দাবি, এমনকি কল্যানী মেডিক্যাল কলেজে এসে ক্ষমা চাইতে হবে সহ উপাচার্যকে।