কলকাতা: আরজি কর কাণ্ডের মাঝেই ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল কলকাতায়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাইপাসের ধারের একটি বিলাসবহুল হোটেলে শ্লীলতাহানির অভিযোগ উঠল। যিনি অভিযোগ করেছেন তিনি একজন গানের শিল্পী। টেলিভিশনের জনপ্রিয় গানের প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন।
অভিযোগকারিনী জানান, তিনি ও তাঁর বোন একটি বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে ৫০ ঊর্ধ্ব দুই ব্যক্তি তাঁদের অশ্লীল ভাবে স্পর্শ করেন বলে অভিযোগ। এমনকী তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। জোর করে নাচতেও চান। বার বার বাধা দেওয়া সত্ত্বেও তাদের কোনও সুরাহা হয়নি। শেষে ওই তরুণী এবং তাঁর বন্ধুরা বিষয়টি হোটেলের নিরাপত্তারক্ষীদের জানান। প্রগতি ময়দান থানার পুলিশকেও খবর দেওয়া হয়। তবে পুলিশ আসার আগেই ওই নিরাপত্তারক্ষীরা ওই দুজনকে হোটেল থেকে বেরিয়ে যেতে বলেন। পরে পুলিশ এসে ওই দুজনকেই গ্রেফতার করে।
আরও পড়ুন: আরজি করে CISF-কে অসহযোগিতার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
পুলিশ সূত্রে খবর, ওই দুজনের নাম অরুণ কুমারশ্র( ৬০), রিঙ্কু গুপ্তা (৪৩)। অরুণ একজন প্রবাসী ভারতীয়। থাকেন ইতালিতে। বাড়ি দিল্লির প্রীতমপুরা এলাকায়। রিঙ্কুর বাড়ি কলকাতার বৌবাজার এলাকায়।
দেখুন আরও অন্যান্য খবর: